ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিয়ে বাড়ছে বাংলাদেশি-সৌদি নারী-পুরুষে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৩
বিয়ে বাড়ছে বাংলাদেশি-সৌদি নারী-পুরুষে

ঢাকা: সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সে দেশের নারী-পুরুষের বিয়ের ঘটনা বাড়ছে। গত এক বছরে অন্তত ১৭ জন সৌদি নারী বাংলাদেশি পুরুষকে বিয়ে করেছেন।

আর ২৭ জন সৌদি পুরুষের ঘরের বউ হয়েছেন বাংলাদেশি নারী।

সৌদি আরবের বিচার বিভাগের বরাত দিয়ে একটি সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশিদের পাশাপাশি আফগান নাগরিকদেরও স্বামী বা স্ত্রী হিসেবে গ্রহণ করছে সে দেশের নারী-পুরুষ।

গত বছরে ৩৪ জন সৌদি নারী এমন বিয়ের বন্ধনে আবদ্ধ হন। এদের মধ্যে ১৭ জন বাংলাদেশি পুরুষকে ও ১৭ জন আফগান পুরুষকে বেছে নিয়েছেন তাদের জীবনসঙ্গী হিসেবে। আর পুরুষদের মধ্যে ৫৫ জন আফগান নারীকে এবং ২৭ জন বাংলাদেশি নারীকে বিয়ে করেছেন।

বিয়ের এই হার বেড়ে যাওয়াকে অস্বাভাবিক হিসেবেই দেখা হচ্ছে।

একটি স্থানীয় দৈনিক তথ্যগুলো দিয়ে বলেছে, কোনো সৌদি নারী তার বয়স ২৫ না হলে কোনো বিদেশিকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারেন না। তবে পাত্রটি ওই নারীর নিকটাত্মীয় হলে এই বয়সসীমা ২১ বছরে নামিয়ে আনা সম্ভব।

আর কোনো সৌদি পুরুষ যদি ভিনদেশি কোনো নারীকে বিয়ে করতে চায় তাহলে তার বয়স হতে হবে অন্তত ৩০ বছর। পাত্রী নিকটাত্মীয় হলে ২৫ বছর বয়স মেনে নেওয়া যাবে। তবে বয়সের পাশাপাশি ওই পুরুষকে প্রমাণ করতে হবে যে, তার পর্যাপ্ত আয় রয়েছে।

সৌদি নারী-পুরুষের মধ্যে ভিনদেশিদের বিয়ে করার এই প্রবণতাকে স্বাগত জানিয়েছেন সৌদি আরবের সমাজ বিশ্লেষকরা।

বিয়ের ক্ষেত্রে সৌদি আরবে প্রথমেই পারিবারিক সদস্য এরপর নিকট প্রতিবেশীকে গুরুত্ব দেওয়া হয়। বর্তমানে সৌদি কিংডমের বাইরেও যে বিয়ে ছড়িয়ে পড়ছে তা একটি ইতিবাচক দিক।

সৌদি নারীরা কাজে যোগ দেওয়ার কারণেই তাদের মধ্যে ভিনদেশি স্বামী গ্রহণের এই প্রবণতা বাড়ছে বলে মত সমাজ বিশ্লেষকদের।

বাংলাদেশ সময়: ০৪১৮ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৩/আপডেট ১১৫৯ ঘণ্টা
কেএইচকিউ/জিসিপি/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।