ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পেরুতে যাত্রীবোঝাই বাস খাদে, নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৩
পেরুতে যাত্রীবোঝাই বাস খাদে, নিহত ১৯

ঢাকা: দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি যাত্রীবোঝাই বাস খাদে পড়ে অন্তত ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৫ জন।



দেশটির কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো সোমবার জানিয়েছে, স্থানীয় সময় রোববার বিকেলে দেশটির দক্ষিণ-পূর্বের হুয়ানকাভেলিকা অঞ্চলে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মূল সড়কের প্রায় ৮০ মিটার গভীরে একটি খাদে পড়ে যায়

স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা লেফটেন্যান্ট আলবার্তো বেগাজো সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, অ্যাকোবামাগামী বাসটি রাজধানী লিমার প্রায় ৪৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অ্যাকোরিয়া জেলার কাছে একটি এলাকার সড়কে দুর্ঘটনায় পতিত হয়।

বেগাজো জানিয়েছেন, এখন পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের নিকটস্থ হুয়ানকায়ো শহরের হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।

আহত জনৈক যাত্রী দেশটির আরপিপি রেডিওকে জানান, সঙ্কীর্ণ ও দুর্গম সড়কের মধ্য দিয়ে বাসচালক অনেক দ্রুত গাড়ি চালাচ্ছিলেন বলে এ দুর্ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৩
এইচএ/বেএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।