ঢাকা: প্রাণঘাতী রাসায়নিক অস্ত্র ধ্বংসে সম্মতি দিয়ে সহযোগিতা করার জন্য সিরিয়ার সরকারকে কৃতিত্ব দিল মার্কিন যুক্তরাষ্ট্র।
রাসায়নিক অস্ত্র ধ্বংস বা অপসারণের বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতৈক্যে সম্পাদিত চুক্তিতে সম্মতি দেওয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারকে এ কৃতিত্ব দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
রোববার সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের প্রক্রিয়া শুরু হওয়ার খবর নিশ্চিত করে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দেওয়া বিবৃতির পর আসাদ সরকারকে কৃতিত্ব দিয়ে সোমবার সকালে এ বিবৃতি দেন কেরি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র-রাশিয়ার যৌথ উদ্যোগে প্রণীত প্রস্তাব জাতিসংঘে পাস হওয়ার মাধ্যমে এই অভিযান সফলতা লাভ করতে শুরু করলো।
ইন্দোনেশিয়ায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্জেই লাভরভের সঙ্গে বৈঠকের পর কেরি বলেন, এই প্রক্রিয়া সঠিক সময়ে শুরু হলো। এ ব্যাপারে রাশিয়ার সহযোগিতা ও অবশ্যই সিরিয়া সরকারের সম্মতির জন্য আমরা কৃতজ্ঞ।
তিনি বলেন, আমি মনে করি জাতিসংঘের প্রস্তাব পাস হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে রোববার শুরু হওয়া রাসায়নিক অস্ত্র ধ্বংসের প্রক্রিয়া একটি অতি গুরুত্বপূর্ণ ব্যাপার।
কেরি আরও বলেন, আমি মনে করি, এর সকল কৃতিত্ব আসাদ সরকারের, নিঃসঙ্কোচে। এটা শুভযাত্রা এবং আমরা শুভযাত্রাকে স্বাগত জানাই।
গত আগস্টে রাজধানী দামেস্কের উপকণ্ঠে রাসায়নিক অস্ত্র হামলায় কয়েকশ’ মানুষ নিহত হওয়ার পর সিরিয়ার সরকারের বিরুদ্ধে সামরিক অভিযানের দাবি ওঠার পর নিরস্ত্রীকরণ চুক্তি স্বাক্ষরিত হয়।
সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, আন্তর্জাতিক রাসায়নিক নিরস্ত্রীকরণ বিষয়ক সংস্থার (ওপিসিডব্লিউ) পর্যবেক্ষণে একটি বিশেষজ্ঞ দল সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের প্রক্রিয়া পর্যবেক্ষণ করছে। রোববার শুরু হওয়া অস্ত্র ধ্বংসের প্রক্রিয়া সফল হয়েছে বলেই জানিয়েছে ওপিসিডব্লিউ।
বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৩
এইচএ/বিএসকে