আগরতলা (ত্রিপুরা): ট্রান্স এশিয়ান রেলওয়ে রুটের সঙ্গে ত্রিপুরাকে যুক্ত করার দাবি জানিয়েছেন ত্রিপুরার সদ খগেন দাস। সোমবার সিপিআই (এম) রাজ্য দপ্তরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ দাবি জানান।
খগেন দাস জানিয়েছেন, রাজধানী আগরতলা থেকে সাব্রুম পর্যন্ত ব্রডগেজ রেল লাইন নির্মাণের কাজ ২০১৯ সালেও শেষ হবে না। কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় অর্থ যোগান না দেবার কারণেই এই অবস্থা বলে খগেন দাস অভিযোগ করেন।
খগেন দাস অভিযোগ করেন কেন্দ্রীয় সরকারের কম অর্থ বরাদ্দের কারণে দ্রুত শেষ হচ্ছে আগরতলা আখাউড়া রেল সংযোগের কাজ। আগরতলা আখাউড়া রেল লাইন নির্মাণের জন্য দরকার ২৫০ কোটি টাকা। কিন্তু কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছে মাত্র ১০ কোটি টাকা।
সম্প্রতি মনিপুরের রাজধানী ইম্ফলে অনুষ্ঠিত হয় উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের বৈঠক। সেখানে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা এবং এই অঞ্চলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
সব রাজ্যই নিজ নিজ দাবি তুলে ধরেছিল সেই বৈঠকে। ত্রিপুরার সংসদ সদস্য খগেন দাস দাবি জানান, ট্রান্স এশিয়ান রেল পথের সঙ্গে ত্রিপুরাকে যুক্ত করার কথা।
ত্রিপুরার জহরনগর থেকে মিজোরাম হয়ে মায়ানমার পর্যন্ত রেল রুট নির্মাণের দাবি জানান খগেন দাস।
সাংবাদিক স্মমেলনে খগেন দাস জানিয়েছেন আগরতলা থেকে সাব্রুম পর্যন্ত ব্রডগেজ রেল লাইন নির্মাণে দরকার ২৭০০ কোটি টাকা। কিন্তু কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছে মাত্র ২৫০ কোটি টাকা। কম টাকা বরাদ্দ করার জন্যই নির্ধারিত সময়ে শেষ হবে না জাতীয় এই প্রকল্পের কাজ।
রাজ্যে কিছু কিছু রেল স্টেশন নির্মাণের ক্ষেত্রে সমস্যা হচ্ছে জায়গা নিয়ে। বন দপ্তরের জমি হবার কারণে খুব সহজে জমি পাওয়া জাচ্ছে না বলেও জানিয়েছেন তিনি।
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের বৈঠকে রাজ্যে রেলের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবিও জানিয়েছেন সংসদ সদস্য খগেন দাস।
কিন্তু রাজ্যের দাবি কবে পূরণ হবে- তার দিকে তাকিয়ে ত্রিপুরার মানুষ।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৩,
এসএস/জেসিকে