ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পৃথ্বী-২ ক্ষেপ্রণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৩
পৃথ্বী-২ ক্ষেপ্রণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত

ঢাকা: পৃথ্বী-২ নামের পরমাণু অস্ত্র বহনে সক্ষম একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, রোববার সকাল ৯টা ১৪ মিনিটে বঙ্গোপসাগর তীরের রাজ্য উড়িষ্যার বালেশ্বর জেলার বন্দর নগরী চান্দিপুরের কাছে ক্ষেপণাস্ত্র ও রকেট পরীক্ষা কেন্দ্র ইন্টাগ্রেটেড টেস্ট রেঞ্জ (আইটিআর) থেকে এর সফল উৎক্ষেপণ করা হয়।



আইটিআর জানিয়েছে, ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র ৩৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম।

বালেশ্বরের পরীক্ষা কেন্দ্র আইটিআর’র পরিচালক এমভিকেভি প্রাসাদ দাবি করেছেন, এই অভিযান একশ’ ভাগ সফলতা অর্জন করেছে এবং এটা সঠিক পরীক্ষা ছিল।

পৃথ্বী-২ এর সফল পরীক্ষা চালানোয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘন্টা, অক্টোবর ০৭, ২০১৩
এইচএ/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।