ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দাবি আদায়ে টুইটারে সরব হচ্ছেন সৌদি নাগরিকরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৩
দাবি আদায়ে টুইটারে সরব হচ্ছেন সৌদি নাগরিকরা

ঢাকা: দাবি আদায়ে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হচ্ছেন রক্ষণশীল সৌদি আরবের নাগরিকরা। প্রয়োজনের তুলনায় মাসিক ভাতা অপ্রতুল উল্লেখ করে বেতন বাড়ানোর দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় ওয়েবসাইট টুইটারে সম্প্রতি ব্যবহারকারীদের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে।



গত গ্রীষ্মের শুরুতে ‘বেতন পর্যাপ্ত নয়’ উল্লেখ করে টুইটারে একটি পোস্ট পড়ার পর এ ব্যাপারে আরও প্রায় পৌনে দুই কোটি পোস্ট প্রকাশিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে। এসব পোস্টে ব্যয়ের চেয়ে আয় কমের ব্যাপারটি তুলে ধরার পাশাপাশি অন্য প্রাসঙ্গিক দাবিও উত্থাপন করছেন ব্যবহারকারীরা।

টুইটার ব্যবহারকারীরা বাদশাহ আবদুল্লাহকে একটি অধ্যাদেশ জারি করে সকল বেসামরিক চাকরিজীবীর বেতন বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

এ ব্যাপারে সাংবাদিক ফাহাদ আল-ফাহিদ টুইটারে লিখেছেন, সরকারি কর্মকর্তাদের চুরি বন্ধ করুন...দুর্নীতি সব লুটে নিচ্ছে এবং জনগণ এ লুটপাটের শিকার হচ্ছে।

অর্থনীতিবিদ আবদুল্লাহ আল-আলমি বলেছেন, মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের উ‌র্ধ্বগতি গত ক’বছর ধরে ক্রমেই বাড়তে থাকায় জনগণের ক্রয় ক্ষমতা সাধ্যের বাইরে চলে যাচ্ছে। এ ব্যাপারে সরকারের লক্ষ্য রাখা উচিত।

দাবির প্রসঙ্গ তুলে ধরার পাশাপাশি কিছু পোস্টে আবার সরকারকে ব্যঙ্গও করা হচ্ছে।

মিশরের সেনাবাহিনীকে সৌদি বাদশার পক্ষ থেকে পাঁচশ’ কোটি মার্কিন ডলার দেওয়ার সিদ্ধান্তকে ব্যঙ্গ করে টুইটারে প্রকাশিত একটি ব্যঙ্গ কার্টুনের ক্যাপশনে বলা হয়, আমাদের সম্পদ অন্যের কাছে যাচ্ছে: ৫ শতাংশ নিচ্ছেন বাদশাহ, আর ৯৫ শতাংশ যাচ্ছে বিদেশে।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৩
এইচএ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।