ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় অ্যাপেক সম্মেলন শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৩
ইন্দোনেশিয়ায় অ্যাপেক সম্মেলন শুরু

ঢাকা: ইন্দোনেশিয়ার পর্যটন নগরী বালি দ্বীপে সোমবার থেকে শুরু হয়েছে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা (অ্যাপেক) সম্মেলন। স্থানীয় সময় দুপুর ১টায় শুরু হয় এই সম্মেলন।



যুক্তরাষ্ট্রের সরকারি সেবা খাতের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার (শাটডাউন) প্রভাবে বিশ্ব অর্থনীতির আকাশে কালো মেঘের ঘনঘটার মধ্যেই এই সম্মেলন শুরু হলো।

শাটডাউনের কারণে সম্মেলনে যোগ দিতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে তার পক্ষে সম্মেলনে যোগ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

অ্যাপেকভুক্ত দেশগুলোর এই সম্মেলনে যোগ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও। তিনি সোমবারই অ্যাপেকের ব্যবসায়ী নেতাদের উদ্দেশে ভাষণ দেবেন।

এদিকে অ্যাপেক সম্মেলনে যোগ দেওয়ার আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্জেই লাভরভের সঙ্গে সাক্ষাৎ শেষে সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের ব্যাপারে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সহযোগিতা করায় কৃতজ্ঞতা জানিয়েছেন কেরি।

এছাড়া, লিবিয়া ও সোমালিয়ায় মার্কিন বিশেষ বাহিনীর অভিযানের পক্ষে সাফাই গেয়ে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।

তবে সম্মেলনে কোনো মতৈক্য বা প্রস্তাব পাসের ব্যাপারে কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৩
এইচএ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।