ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

রাশিয়া ও চীন সফরে যাচ্ছেন মনমোহন

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৮, অক্টোবর ৭, ২০১৩
রাশিয়া ও চীন সফরে যাচ্ছেন মনমোহন

কলকাতা: আগামী ২০ অক্টোবর থেকে রাশিয়া এবং চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধান মন্ত্রী ড. মনমোহন সিং। ২০ অক্টোবর প্রধানমন্ত্রী রাশিয়া পৌঁছাবেন।

২২ তারিখে তিনি মস্কো থেকে বেজিং-এর উদ্দেশ্যে রওনা দেবেন।

কূটনৈতিক এবং বাণিজ্যিক কারণে ভারতের প্রধানমন্ত্রীর এই সফর খুবই গুরুত্বপূর্ণ। রাশিয়া সফরকালে ড. মনমোহন সিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন।

এই বৈঠকে যে বিষয়গুলি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে সেগুলি হোল- ভারতের পরমাণু পরীক্ষা নিয়ে রাশিয়ার চিন্তা-ভাবনা, ভারতের টেলিকম যোগাযোগের ক্ষেত্রে রাশিয়ার বিনিয়োগ, অসামরিক পরমাণু ক্ষেত্রে রাশিয়ার সহায়তা, যৌথ উদ্যোগে দিল্লি-মুম্বাই করিডোরের পরিকল্পনা, ওষুধ, সার উৎপাদনে রাশিয়ার বিনিয়োগ ইত্যাদি।

কূটনৈতিক মহল মনে করছেন- এই বৈঠকের আলোচ্য সূচিতে জাতীয় নিরাপত্তা প্রসঙ্গ একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসবে। তারা মনে করছেন উঠে আসতে পারে আফগানিস্তান ও পাকিস্তান প্রসঙ্গ।

২২ অক্টোবর থকে শুরু হওয়া চীন সফরে ভারতের প্রধানমন্ত্রী চীনের প্রধানমন্ত্রী লি কিইয়িকোয়াং–এর সঙ্গে বৈঠক করবেন। চীনে নেতৃত্ব পরিবর্তনের পর ভারতের প্রধানমন্ত্রীর এটাই প্রথম চীন সফর।

এই বৈঠকের মূল বিষয়গুলি থাকবে ভারতে চীনের বিনিয়োগ, ভারত-চীনের পারস্পরিক বাণিজ্যিক লেনদেন, ভিসা সরলীকরণ ইত্যাদি।

প্রসঙ্গতঃ উল্লেখ্য এই বৈঠকে উঠে আসতে পারে ভারতের পাঁচটি রাজ্যে চীনের ‘বিজনেস পার্ক’ করে তোলার পরিকল্পনার কথা।

কূটনীতিবিদরা মনে করছেন এই বৈঠকে ভারত–চীন সীমান্ত সমস্যার কথা খুবই গুরুত্ব সহকারে আলোচনা হতে পারে। এছাড়াও ব্রহ্মপুত্র নদীর উপর চীনের বাঁধ তৈরির বিষয়টি এই আলোচনায় উঠে আসার খুবই সম্ভাবনা আছে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৩  
ভিএস, এসএস/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।