ঢাকা: মানবাধিকার আন্দোলনের অবিসংবাদিত নেতা ও সাউথ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার পত্নী গ্রাসা মাচেলের সঙ্গে সাক্ষাৎ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
সম্প্রতি সাউথ আফ্রিকার জোহানেসবার্গে গ্রাসার সঙ্গে সাক্ষাৎ করে ম্যান্ডেলার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়ে তার দ্রুত আরোগ্য কামনা করেন ইউনূস।
বর্তমানে সাউথ আফ্রিকা সফররত প্রফেসর ইউনূস ‘ওয়ান ইয়াং ওয়ার্ল্ড’ সম্মেলন ও বিশ্বের প্রধান সারির ব্যবসায়ী নেতাদের একটি অনুষ্ঠানে যোগ দেবেন।
এর আগে, ২০০৯ সালে শান্তিতে নোবেলজয়ী ম্যান্ডেলার ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে তার ওপর বক্তৃতা দিতে একটি অনুষ্ঠানে ইউনূসকে আমন্ত্রণ জানায় নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন।
দেশটির জাতীয় টেলিভিশনে প্রচারিত ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বিশ্ব নেতাদের সংগঠন ‘দ্য এল্ডার্স’ আয়োজিত একটি অনুষ্ঠানেও যোগ দেন ইউনূস।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৩
এইচএ/জিসিপি