ঢাকা: বেতন বৃদ্ধির দাবিতে ব্রাজিলের বৃহত্তম শহর রিও ডি জেনেরিও ও সাও পাওলোতে বিক্ষোভরত শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সংঘর্ষে হতাহতের ব্যাপারে কোনো খবর না জানা গেলেও মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বিক্ষোভরত শিক্ষকদের ওপর টিয়ার গ্যাস ছুঁড়েছে দাঙ্গা পুলিশ।
সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, রিও ডি জেনেরিওতে সংঘর্ষ শুরু হওয়ার আগে শান্তিপূর্ণ মিছিল করছিলেন প্রায় ১০ হাজার শিক্ষক। কিন্তু সরকারি কার্যালয়কে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের সূত্র ধরে সংঘর্ষে ছড়িয়ে পড়ে।
অন্যদিকে, সাও পাওলো থেকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা জানিয়েছেন, এখানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়া, মুখোশধারী কিছু বিক্ষোভকারী এ অঞ্চলের অনেক ব্যাংকে লুটপাট চালিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
রিও ডি জেনেরি ও সাও পাওলো শহরের কর্মকর্তারা বলেছেন, শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস সত্ত্বেও তাদের বিক্ষোভ ও লুটপাটের ঘটনা দুঃখজনক।
তবে আন্দোলনরত শিক্ষকদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়েছে সরকারের নিরাপত্তা বাহিনী। এছাড়া, দাবি আদায় না হলে তারা আরও জোরালো আন্দোলনের ডাক দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপ ও ২০১৬ সালের অলিম্পিকের আয়োজক ব্রাজিলে ইতোমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কর্তৃপক্ষ। কিন্তু নতুন করে শুরু হওয়া শিক্ষকদের এই বিক্ষোভ বিশ্বখ্যাত ক্রীড়া আসরগুলোর নিরাপত্তা প্রস্তুতিতে বেশ বিপত্তি বাধিয়েছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো
বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৩
এইচএ/বিএসকে