ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

যতো আগে ধনী, ততো আগে মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৪, অক্টোবর ৮, ২০১৩
যতো আগে ধনী, ততো আগে মৃত্যু!

ঢাকা: ধারণা করা হয়, সময় ভালো গেলে মানুষ বাঁচে বেশি। প্রকৃত ব্যাপার তা নয়।

একটি গবেষ‍ণার ফলাফল বলছে, যখন কোনো ব্যক্তি অনেক দ্রুত অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করে, তখন অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়েই তার মৃত্যুর সময়টা ততো দ্রুত ঘনিয়ে আসে। অর্থাৎ মানুষের জীবনে যতো তাড়াতাড়ি পূর্ণতা চলে আসবে, ততো তাড়াতাড়ি মৃত্যুবরণ করবে সে!

অনেক দিন ধরেই প্রচলিত ছিল, মৃত্যুর হার কমানোর কৃতিত্ব অর্থনৈতিক সমৃদ্ধির, তা যে বয়সের মানুষেরই হোক!

নেদারল্যান্ডের ‘এপিডেমিওলজি অ্যান্ড কমিউনিটি হেলথ’ শীর্ষক একটি জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদন অতীতের সেই চিত্র পাল্টে দিয়ে নতুন করে বলছে, খুব দ্রুত সময়ে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন মানুষকে মৃত্যুর দিকে এগিয়ে দেয়!

নেদারল্যান্ডের ‘লেইডেন অ্যাকাডেমি অন ভিটালিটি এন্ড অ্যাজেইয়িং’র গবেষক হারবার্ট রোলডেন বলেন, এই ফলাফল একেবারেই অপ্রত্যাশিত! তবে গবেষণার তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রাপ্ত ফলাফলকেও অস্বীকার করার উপায় নেই।

গবেষণা প্রতিবেদনটিতে বলা হয়, সংশ্লিষ্ট দেশের বার্ষিক জিডিপির হার এক শতাংশ বাড়ার সঙ্গে সঙ্গে ৭০ বছর থেকে ৭৪ বছর বয়সী পুরুষের মৃত্যুর হার দশমিক ৩৬ শতাংশ বেড়ে যায়। ঠিক একই বয়সী নারীর মৃত্যুর হার বাড়ে দশমিক ১৮ শতাংশ।

আবার বার্ষিক জিডিপি এক শতাংশ বাড়ার সঙ্গে সঙ্গে ৪০ বছর থেকে ৪৫ বছর বয়সী পুরুষের মৃত্যুর হার বাড়ে দশমিক ৩৮ শতাংশ। একই বয়সী নারীর মৃত্যুর হার বাড়ে দশমিক ১৬ শতাংশ।

জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ১৯৫০ সাল থেকে ২০০৮ পর্যন্ত অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশসহ মোট ১৯টি উন্নত দেশে মৃত্যুর হার ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর এই গবেষণা চালানো হয়।

গবেষণা প্রতিবেদনটিতে স্বীকার করে বলা হয়, অর্থনৈতিক মন্দা মোকাবেলা করা উন্নত বিশ্বের অনেক বেশি বয়সী মানুষ, যারা কিনা মৃত্যুর প্রহর গুনছেন, তারা এই ফলাফল পাওয়ার পর নিরাশই হবেন। তবে ফলাফল অস্বীকার করার উপায় নেই।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৩
এইচএ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।