ঢাকা: ধারণা করা হয়, সময় ভালো গেলে মানুষ বাঁচে বেশি। প্রকৃত ব্যাপার তা নয়।
অনেক দিন ধরেই প্রচলিত ছিল, মৃত্যুর হার কমানোর কৃতিত্ব অর্থনৈতিক সমৃদ্ধির, তা যে বয়সের মানুষেরই হোক!
নেদারল্যান্ডের ‘এপিডেমিওলজি অ্যান্ড কমিউনিটি হেলথ’ শীর্ষক একটি জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদন অতীতের সেই চিত্র পাল্টে দিয়ে নতুন করে বলছে, খুব দ্রুত সময়ে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন মানুষকে মৃত্যুর দিকে এগিয়ে দেয়!
নেদারল্যান্ডের ‘লেইডেন অ্যাকাডেমি অন ভিটালিটি এন্ড অ্যাজেইয়িং’র গবেষক হারবার্ট রোলডেন বলেন, এই ফলাফল একেবারেই অপ্রত্যাশিত! তবে গবেষণার তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রাপ্ত ফলাফলকেও অস্বীকার করার উপায় নেই।
গবেষণা প্রতিবেদনটিতে বলা হয়, সংশ্লিষ্ট দেশের বার্ষিক জিডিপির হার এক শতাংশ বাড়ার সঙ্গে সঙ্গে ৭০ বছর থেকে ৭৪ বছর বয়সী পুরুষের মৃত্যুর হার দশমিক ৩৬ শতাংশ বেড়ে যায়। ঠিক একই বয়সী নারীর মৃত্যুর হার বাড়ে দশমিক ১৮ শতাংশ।
আবার বার্ষিক জিডিপি এক শতাংশ বাড়ার সঙ্গে সঙ্গে ৪০ বছর থেকে ৪৫ বছর বয়সী পুরুষের মৃত্যুর হার বাড়ে দশমিক ৩৮ শতাংশ। একই বয়সী নারীর মৃত্যুর হার বাড়ে দশমিক ১৬ শতাংশ।
জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ১৯৫০ সাল থেকে ২০০৮ পর্যন্ত অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশসহ মোট ১৯টি উন্নত দেশে মৃত্যুর হার ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর এই গবেষণা চালানো হয়।
গবেষণা প্রতিবেদনটিতে স্বীকার করে বলা হয়, অর্থনৈতিক মন্দা মোকাবেলা করা উন্নত বিশ্বের অনেক বেশি বয়সী মানুষ, যারা কিনা মৃত্যুর প্রহর গুনছেন, তারা এই ফলাফল পাওয়ার পর নিরাশই হবেন। তবে ফলাফল অস্বীকার করার উপায় নেই।
বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৩
এইচএ/বিএসকে