ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কলকাতায় পুজোর আনন্দে বাঁধা বৃষ্টি

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৩
কলকাতায় পুজোর আনন্দে বাঁধা বৃষ্টি

কলকাতা: শরতের আকাশে হঠাৎ হঠাৎ করেই শ্রাবণের কালো মেঘ। কখনও ঝম ঝম করে কখনও বা টিপ টিপ করে বৃষ্টি কলকাতার বুকে।

মনে একটাই প্রশ্ন তবে কি এবার শারদউৎসবের সময়েও বৃষ্টিতে ভিজবে কলকাতা?
    
মঙ্গলবার তিথির হিসেবে চতুর্থী। রেওয়াজ মত বুধবার থেকেই মানুষের ঢল নামবে মহানগরের বুকে। কিন্তু তার আগেই নিম্ন চাপ অক্ষরেখার ভ্রুকুটি আর স্থানীয় মেঘের আড়াল থেকে ঘন ঘন বিদ্যুৎ বর্ষণ কিছুটা হলেও চিন্তায় রেখেছে কলকাতাসহ পশ্চিমবঙ্গবাসীকে।

সোমবার তৃতীয়ার দিনটা ছিল পুরটাই বৃষ্টি ভেজা। শহরের কিছু কিছু জায়গা ছিল জুতো ডোবানো জলের তলায়। তাই ইচ্ছা থাকলেও কেনাকাটার জন্য বাড়ি থেকে বেরুতে পারেনি শহরবাসী। যারা ছাতাকে ভরসা করে বেড়িয়েছিলেন বৃষ্টির দাপটে তাদের ছত্রখান অবস্থার মুখোমুখি হতে হয়েছিল।

অন্যদিকে মাথায় হাত পুজো সংগঠকদের। কাজ বাকি শেষ মুহূর্তের। কিন্তু অকাল বর্ষণ সেই শেষ কাজটুকু সেরে ফেলতে দিচ্ছেনা।

এর মধ্যেই শুরু হয়ে গেছে পুজো উদ্বোধন। প্রথমা থেকেই উদ্বোধন শুরু করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃতীয়ার বিকেল থেকে একে একে যোগ দিয়েছেন রাজ্যপাল আর কে নারায়ণন থেকে বিভিন্ন ক্ষেত্রের তারকারা।

তবে বৃষ্টিতে বেশ কিছুটা হতাশ ব্যবসায়ীরা। পুজোর বাজারে তাদের মুখেও কিছুটা অচেনা শ্রাবণ। কারণ পুজোর ঠিক আগেই এই বৃষ্টিতে তাদের বিকিকিনিতেও কিছুটা ঘাটতি দেখা দিয়েছে।

আরও হতাশ করেছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। তারা জানাচ্ছে আগামী ৪৮ ঘণ্টা প্রবল বৃষ্টিপাত ভাসাতে পারে শহর কলকাতা ও তার আশেপাশের অঞ্চলকে।

তবে তাদের মতে সপ্তমী থেকে হয়ত দেখা যেতে পারে ঝকঝকে আকাশ। আর এইটাই এখন একমাত্র প্রার্থণা পশ্চিমবঙ্গবাসীর।

বাংলাদেশ সময়:  ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৩  
ভিএস, এসএস/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।