ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘মোরগ লড়াই’ খেলছে!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৩
যুক্তরাষ্ট্র ‘মোরগ লড়াই’ খেলছে!

ঢাকা: যুক্তরাষ্ট্রের নতুন বাজেট প্রণয়নে ব্যর্থতা ও তার প্রভাবে সরকারি সেবা খাতের কার্যক্রম বন্ধ (শাটডাউন) হয়ে যাওয়ার কঠোর সমালোচনা করেছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং।

এটাকে মার্কিন কর্তাদের নিজেদের তৈরি সমস্যা উল্লেখ করে তিনি বলেছেন, তারা ‘মোরগ লড়াই খেলছে’।



ইন্দোনেশিয়ার বালি দ্বীপে শুরু হওয়া এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা (অ্যাপেক) সম্মেলনের ফাঁকে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

মার্কিন কর্মকর্তাদের সরাসরি সমালোচনা করে লি সিয়েন বলেন, আমেরিকানরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে অক্ষম। এই অবস্থা মোকাবেলায় ওয়াশিংটনের আচরণ বন্ধুপ্রতিম দেশগুলোর কাছে নেতিবাচক বার্তা দেবে, যেটা শাটডাউন সমস্যার সমাধান হওয়ার পরও অনেক সময় ধরে স্থায়ী হতে পারে।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্রের এই বার্তা সরাসরি দেশটির প্রবৃদ্ধিতে আঘাত হানে কিনা এখন সেটাই দেখার বিষয়।

তবে তিনি আশা প্রকাশ করে বলেন, আমরা চাই শিগগির যুক্তরাষ্ট্র এই অচলাবস্থা কাটিয়ে উঠুক।

উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নগর রাষ্ট্র সিঙ্গাপুর ব্যাপকভাবে রপ্তানি ও বাণিজ্যের ওপর নির্ভরশীল। এ হিসেবে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাস্থ্যের ওপর দেশটির অর্থনৈতিক স্বার্থও বিশেষভাবে জড়িত।

মঙ্গলবার বালি দ্বীপে শেষ হচ্ছে দুই দিনব্যাপী অ্যাপেক সম্মেলন। এই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ‍বারাক ওবামার যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু শাটডাউনের কারণে তার সফর বাতিল হয়ে যায়। তাইওয়ান ছাড়া অ্যাপেকভুক্ত ২১টি দেশের সরকার প্রধানদের মধ্যে কেবল ওবামাই এ সম্মেলনে অনুপস্থিত থাকছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৩
এইচএ/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।