ঢাকা: চীনে শক্তিশালী টাইফুন ফিতোর আঘাতে পাঁচজনের প্রাণহানি ঘটেছে। গৃহহীন হয়েছে কয়েক’শ মানুষ।
দক্ষিণপশ্চিম চীনে বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে শতাধিক বাড়িঘর। টাইফুনের কারণে সৃষ্ট ঝড় ও ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির পরিবহন ব্যবস্থা। বন্ধ করা হয়েছে বিমান ও নৌ বন্দর।
মুষলধারে বৃষ্টির কারণে ফুজিয়ান প্রদেশে স্থানীয় সরকার বন্যা নিয়ন্ত্রণে সর্বোচ্চ জরুরি অবস্থা গ্রহণ করেছে।
প্রদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, ১ লক্ষ ৭৭ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ৩০ হাজার মাছ ধরার নৌকাকে উপকূলে ফিরিয়ে আনা হয়েছে।
জিনহুয়া সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী ফুজিয়ান প্রদেশের ফুডিং শহরে সোমবার ফিতো ১’শ ৫১ কিলোমিটার বেগে আঘাত হানে। ওইদিনই সাংহাইয়ের দক্ষিণে ঝেজিয়াং প্রদেশে বিমান ও রেল চলাচল স্থগিত করা হয়।
ঝড় ও বন্যায় এনঝৌ শহরে ১৭’শ বাড়ি ও ৪৬ হাজার ৮’শ হেক্টর আবাদি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
জিনহুয়ার দেওয়া তথ্যানুসারে, দুটি প্রদেশ আর্থিকভাবে প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে দেশটির দক্ষিণে টাইফুন উসাগির আঘাতে কমপক্ষে ২৫ জন নিহত হয়।
এরারেরটা নিয়ে এ বছর চীনে ২৩ বারের মত টাইফুন আঘাত হানলো।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৩
কেএইচকিউ/এমজেডআর