ঢাকা: সীমান্ত অতিক্রম করে অতর্কিত হামলা করার জন্য সিরিয়ার সমালোচনা করলেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল সুলেইমান।
স্থানীয় কর্মকর্তারা জানান, সোমবার রাতে সিরিয়ার যুদ্ধবিমান লেবাননের আরসাল অঞ্চলে গুলিবর্ষণ করে।
সুলেইমান মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ‘সিরিয়ার যুদ্ধবিমান লেবাননে একটি অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলা চালায়। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ’
তিনি সংঘাত ও শত্রুতা প্রতিহত করার লক্ষ্যে মানবতাবাদীদের দৃষ্টি আকর্ষণ করেন।
স্থানীয় কর্মকর্তারা এ হামলার খবর নিশ্চিত করে সংবাদ সংস্থা এএফপিকে জানান, আরসালের ওয়াদি মেইদ এলাকায় একটি অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করে হামলা চালায় সিরীয় যুদ্ধবিমান। কিন্তু এতে কেউ আহত হয়নি।
নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, হামলার সময় যুদ্ধবিমান থেকে পাঁচটি রকেট ছোড়া হয়। ২০১১ সালের মার্চ মাসে সংঘাত শুরু হওয়ার পর থেকেই বাশার বিরোধী বিদ্রোহে পার্বত্য আরসাল অঞ্চলের বিভিন্ন রুট দিয়ে সিরিয়াতে অস্ত্র সরবরাহ করা হয়।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৩
কেএইচকিউ/জিসিপি