ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দুই উৎসব তৈরি করেছে সম্প্রীতির বন্ধন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): আর একদিন পরই শারদোৎসব শুরু। আর এ উৎসবের কয়েকদিন পরেই ঈদ।

দুই সম্প্রদায়ের দুই প্রধান উৎসবকে ঘিরে এখন আগরতলার সোনামুড়ার মহকুমায় দারুন ব্যস্ততা। বাজার গুলোতে ক্রেতাদের ভিড়। দুই উৎসব যেন দুই সম্প্রদায়কে নিয়ে এসেছে হৃদয়ের কাছাকাছি।

সোনামুড়া রাজ্যের সীমান্ত ঘেঁষা মহকুমা। এখানে হিন্দু মুসলমানের বাস দীর্ঘ সময় ধরে। দুই সম্প্রদায়ের মানুষ পাশাপাশি বাস করছেন, একই বৃন্তের দুটি কুঁড়ি হয়ে। এই মহকুমাতে ঈদ এবং শারদোৎসব ঝলমলে দিনের বার্তা বয়ে আনবে, সে অপেক্ষায় সবাই।

শারদোৎসবের আয়োজন করা হয়েছে এখানে। মুসলিমরাও এ উৎসব কমিটিতে আছেন। তবে গত কয়েক দিন ধরে বর্ষণ দুর্ভোগ সৃষ্টি করেছে ব্যবসায়ী থেকে শুরু করে ক্রেতাদের মধ্যে। সোনামুড়া শহরের ব্যবসায়ী রসুলর রহমান জানিয়েছেন, বৃষ্টিতে তাদের বেশ সমস্যা হয়েছে। একই অভিমত বাজারের অন্য ব্যবসায়ীদেরও।

তবে সোমবার থেকে বৃষ্টি একটু কমতেই বাজারমুখী ক্রেতারা। ঈদ এবং শারদোৎসবের জামা কাপড় কিনতে ব্যস্ত সবাই।

ঈদ উপলক্ষে মুসলিমরা ব্যস্ত নতুন টুপি কেনায়। তাই টুপির দোকানেও বেশ ভিড়। বিভিন্ন রকমের টুপি। তাদের দামও আলাদা আলাদা। সামান্য সুতোর কাজ করা টুপি যেমন রয়েছে তেমনি আছে নক্সা কাটা জড়ির টুপি।

সোনামুড়ার বাসিন্দা বুদ্ধিজীবি ইদ্রিশ মিয়া জানিয়েছেন, এই মহকুমার লোকদের সম্প্রীতির কথা। তিনি জানিয়েছেন একে অন্যের উৎসবে সামিল হওয়া, এখানকার রেওয়াজ। এই ঐতিহ্য নষ্ট হোক তা কিছুতেই চান না তারা।

সোনামুড়া যেন ঐক্য এবং ঐতিহ্যের অনন্য উদাহরণ। এই উৎসবের মওসুমে সেই ঐতিহ্য আবার তুলে ধরেছেন সোনামুড়ার মানুষ।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৩
তন্ময়/এমআইপি/জেসিকে  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।