কলকাতাঃ তের বছর পর ভাড়া বাড়ল কলকাতা মেট্রোরেলের। দুর্গা পূজা এবং ঈদের পর আগামী ১৮ অক্টোবর থেকে কলকাতা মেট্রো রেলের ভাড়া বাড়বে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
বর্তমানে মেট্রোরেলের ন্যূনতম ভাড়া ৪ রুপি এবং সর্বচ্চ ভাড়া ১৮ রুপি। এই ভাড়া পরিবর্তিত হয়ে ন্যূনতম ৫ রুপি এবং সর্বচ্চ ভাড়া ৩০ রুপি হচ্ছে।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছেন পরিষেবার মান ঠিক রাখতেই এই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত। পুনর্বিন্যাস করা হচ্ছে ভাড়ার স্তর গুলোকেও।
বাতানুকূল রেলের সংখ্যা বাড়ানোর পরেও মেট্রোরেলের ভাড়া বাড়ানো হয়নি। এতদিন কলকাতার সব চেয়ে দ্রুত এবং কম খরচার পরিবহন ছিল এই মেট্রোরেল।
মেট্রোরেলের উত্তর–দক্ষিণে সম্প্রসাণের পরে যাত্রী চাপ বেড়েছে বহুগুণ। এর ফলে পরিষেবা প্রদানের খরচও বেড়েছে। গত বছরে মেট্রোরেল কর্তৃপক্ষ তাদের লোকসান জানিয়েছিলেন ১০০ কোটি রুপি। এই ভাড়া বৃদ্ধি তাদের লোকসান থেকে মুক্ত হতে কিছুটা সাহায্য করবে।
তবে এই ভাড়া বৃদ্ধিতে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে যাত্রী মহলে। অনেকেই ভালো পরিষেবার স্বার্থে স্বাগত জানিয়েছেন এই ভাড়া বৃদ্ধিকে। তবে বেশ কিছু যাত্রী জানিয়েছেন, এই ভাড়া বৃদ্ধির হার বেশি বলে তারা মনে করছেন।
বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৩
বিএস/এমআইপি/বিএসকে