ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

তিব্বতে আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলিবর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৮, অক্টোবর ৯, ২০১৩
তিব্বতে আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলিবর্ষণ

ঢাকা: তিব্বতে আন্দোলনকারীদের ওপর চীনের পুলিশের গুলিবর্ষণে কমপক্ষে ৬০ জন তিব্বতীয় আহত হয়েছেন। মানবাধিকার সংস্থা ফ্রি তিব্বত ও যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি রেডিও চ্যানেলের প্রতিবেদনে এ খবর জানা গেছে।

তিব্বত স্বায়ত্তশাসিত বিরুতে রোববার এক আন্দোলনকারীর মুক্তির দাবিতে গ্রামবাসীর বিক্ষোভে পুলিশ গুলিবর্ষণ করে।

গত সেপ্টেম্বরে স্বায়ত্তশাসিত তিব্বতের জনগণ তাদের বাড়ির সামনে চীনের পতাকা উত্তোলন প্রত্যাখ্যান করলে এ নিয়ে সংঘর্ষে সূত্রপাত ঘটে।  

মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করে আসছে, তিব্বতে ধর্মীয় ও রাজনৈতিক নিপীড়ন চালাচ্ছে চীন। যদিও চীনের সরকার এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানা গেছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, তিনি এ সম্পর্কে কিছুই জানেন না। আর পুলিশের গুলিবর্ষণের ব্যাপারে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি।

বিরুর নিরাপত্তা ব্যুরোর এক পুলিশ সদস্য সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, ‘সেখানে কোন আন্দোলন হয়নি। তাই আহতের কোন ঘটনা ঘটেনি। ’

বিদেশি সংবাদমাধ্যম শুধুমাত্র চীনের সরকারের আমন্ত্রণেই তিব্বতে প্রবেশ করতে পারে। আর কোনভাবে সেখানে প্রবেশ করলেও তাদের কঠোর নজরদারি ও নিয়ন্ত্রণের সম্মুখীন হতে হয়।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৩
কেএইচকিউ/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।