ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হচ্ছেন নারী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৩
যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হচ্ছেন নারী

ঢাকা: প্রথমবারের মতো নারী প্রধান পেতে চলেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক। ওবামা প্রশাসন ফেডারেল রিজার্ভ ব্যাংকের নতুন প্রধান হিসেবে নিয়োগ দিতে চলেছেন ব্যাংকটির বর্তমান ভাইস চেয়ারম্যান জ্যানেট ইয়েল্লাহকে।



হোয়াইট হাউসের বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে বিসিসি অনলাইন।

এতে বলা হয়, যদি মার্কিন সিনেট অনুমোদন করে, তবে জ্যানেট ইয়েল্লাহকে ফেডারাল রিজার্ভের পববর্তী প্রধান, যিনি আট বছর ধরে ওই পদে থাকা বেন বার্নাকের স্থলাভিষিক্ত হবেন।

জ্যানেট ইয়েল্লাহ বর্তমান প্রধানের ডেপুটি হিসেবে কাজ করছেন। যিনি প্রথম নারী প্রধান হবেন যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় ব্যাংকের।

অধ্যাপনা জীবনে জ্যানেট ইয়েল্লাহ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও লন্ডন স্কুল অব ইকোনমিক্সে পড়াশোনা করেছেন।

বেকারত্ব দূর ও সুদের হার নিয়ন্ত্রণ হবে তার জন্য প্রধান চ্যালেঞ্জ।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৩
এসএআর/এএ/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।