কলকাতা: ব্রুনাই এবং ইন্দোনেশিয়া সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং। দক্ষিণ– পূর্ব দেশগুলির সঙ্গে বাণিজ্যিক, সাংস্কৃতিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যে নীতি ভারত সরকার গ্রহণ করেছে এটি তারই একটি অঙ্গ বলে মনে করা হচ্ছে।
চারদিনের এই সফরে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ব্রুনাই এ আশিয়ান (অ্যাসেসিয়েসান অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন)- ইন্ডিয়া’ সামিট এবং ‘ইস্ট এশিয়া সামিট’-এ যোগদান করবেন।
এই সফরে মনমোহনের সঙ্গে রয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ এবং শিল্প ও
.বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা।
দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ক আলোচনা এই সফরে প্রধান গুরুত্ব পাবে।
যে বাণিজ্যিক বিষয় এই সফরে আলোচনায় উঠে আসবে সেগুলো হলো: প্রযুক্তি ও বিঞ্জান, টেলিকম, কৃষি, পরিকাঠামো, চিকিৎসা ইত্যাদি।
ব্রুনাইয়ের রাজধানী বান্দর সেরি বেওগাবান -এ ‘ইস্ট এশিয়া সামিট’-এর পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবটের সঙ্গে ইউরেনিয়াম আমদানি বিষয়টি নিয়েও আলোচনা করবেন।
ব্রুনেইয়ের পর ভারতের প্রধানমন্ত্রী ১০-১২ তারিখে ইন্দোনেশিয়া সফর করবেন।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৩
ভিএস/কেএইচ/এসএস/এমজেডআর