ঢাকা: বিচিত্র পৃথিবীতে নিত্য-নতুন আবিষ্কারই যেন মানুষের নেশা! তেমন নেশা থেকেই কিনা নাক দিয়ে গ্রহণ করা রঙকে চোখের জল বানিয়ে চিত্রকর্ম আঁকার নতুন পদ্ধতি আবিষ্কার করলেন আর্জেন্টাইন তরুণ লিওনার্দো গ্রানাতো।
ডেইলি মেইলে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, একটি রঙিন চিত্রকর্ম তৈরির জন্য গ্রানাতোকে প্রায় ৮০০ মিলিলিটার রঙ চোখ দিয়ে বের করতে হয়।
শিল্পানুরাগীরাও তার এই অভিনব চিত্রকর্ম আঁকুনির পদ্ধতিতে মুগ্ধ হয়ে সাধারণ চিত্রকর্মের চেয়ে কয়েকগুণ বেশি দাম দিয়ে ক্রয় করছেন। গ্রানাতো তার চোখের জলে তৈরি প্রত্যেকটি চিত্রকর্মের দাম রাখছেন ১৫শ’ পাউন্ড (প্রায় এক লাখ ৮৭ হাজার টাকা)।
আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের বাসিন্দা গ্রানাতো অসামান্য এই দক্ষতার কথা তুলে ধরে বলেন, শৈশব থেকেই বুঝতে পারি আমার চোখ ও নাকের মধ্যে বিশেষ কোনো বৈশিষ্ট রয়েছে। সেই উপলব্ধি থেকেই নাক ও চোখের সংযোগে এই অভ্যাস গড়েছি।
গ্রানাতো বলেন, বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছি যে, আমার নাক দিয়ে প্রবেশ করানো তরল পদার্থ বাতাসসহ চোখ দিয়ে বের হতে পারে। এখন আমিই বিশ্বের নতুন পদ্ধতির চিত্রকর্ম আঁকার আবিষ্কারক।
শুরুতে এ কাজ দুঃসাধ্য যেমন ছিল, তেমনি প্রতিবেশী ও স্বজনরাও গ্রানাতোকে পাগল আখ্যা দিতে থাকলো। কিন্তু ক্রমেই সবার ধারণাকে মিথ্যা প্রমাণ করে জনপ্রিয় চিত্রশিল্পী হিসেবে খ্যাতি পেতে লাগলেন আর্জেন্টাইন তরুণ গ্রানাতো।
বাংলাদেশ সময়: ০৮৩৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৩
এইচএ/আরকে