ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ার প্রধানমন্ত্রী মুক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৩
লিবিয়ার প্রধানমন্ত্রী মুক্ত

ঢাকা: অপহরণের কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন লিবিয়ার প্রধানমন্ত্রী আলি জাইদান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার রাজধানী ত্রিপোলির একটি হোটেল থেকে বিদ্রোহীরা তাকে অপহরণ করে।

এ বিষয়ে লিবিয়ার সরকারি ওয়েবসাইট জানায়, জাইদানকে একদল সাবেক বিদ্রোহী তুলে নিয়ে গেছে। তবে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল সে বিষয়ে কিছু জানা যায়নি।

অপহরণের বিষয়ে জিদানের যোগাযোগ বিষয়ক পরিচালক আমেল জিরারি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানান, বুধবার মধ্যরাতে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

কোরিন্থিয়া হোটেলের এক নিরাপত্তাকর্মী জানান, অজ্ঞাত বন্দুকধারীরা তাকে (জিদান) জোরপূর্বক হোটেল থেকে তুলে নিয়ে গেছে।

এর আগে গত মঙ্গলবার জিদান লিবিয়ায় জঙ্গি তৎপরতা বন্ধে সাহায্যের জন্য পশ্চিমা হস্তক্ষেপ কামনা করেন।

লৌহমানব মুয়াম্মার গাদ্দাফির পতনের পর গত দুই বছর ধরে লিবিয় সরকার দেশটির বিভিন্নস্থানে উপজাতীয় গোষ্ঠী ও জঙ্গিদের তৎপরতা বন্ধে সংগ্রাম করে যাচ্ছে।

এর আগে গত সপ্তাহে মার্কিন সামরিক বাহিনী ত্রিপোলিতে অভিযান চালিয়ে এক সন্দেহভাজন শীর্ষ আল-কায়েদা নেতাকে আটক করে। ধারণা করা হচ্ছে তিনি ২০১২ সালে বেনগাজিতে মার্কিন দূতাবাসে হামলার ঘটনার সঙ্গে জড়িত।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৩
জেডএস/কেএইচ/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।