ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মিসরে সামরিক সাহায্য প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০১, অক্টোবর ১০, ২০১৩
মিসরে সামরিক সাহায্য প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

ঢাকা: মিসরে প্রায় ১.৩ বিলিয়ন ডলারের সামরিক সাহায্য প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ৩ জুলাই মিসরের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে সেনা সমর্থিত সরকার ক্ষমতায় বসে।

এরপর মুরসির সমর্থকদের সঙ্গে বিভিন্ন সময়ে সংঘর্ষে সহস্রাধিক ব্যক্তি নিহত হয়। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ মিসরের সামরিক সরকারের প্রতি অনাস্থারই বহি:প্রকাশ।

গণতন্ত্র ও মানবাধিকারের জন্য সংগ্রামরত মিসরকে বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র যেসব ট্যাংক, এয়ারক্র্যাফট, হেলিকপ্টার ও ক্ষেপনাস্ত্র দিয়ে সাহায্য করেছে তা তুলে নিচ্ছে। এছাড়া ২৬০ মিলিয়ন নগদ সাহায্যও প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র।

তবে একইসঙ্গে যুক্তরাষ্ট্র জানিয়েছে, এর মানে এই নয় যে তারা মিসরকে সব ধরণের সাহায্য বন্ধ করে দিচ্ছে। সন্ত্রাসবিরোধী যুদ্ধে মিসরকে সাহায্য অব্যাহত রাখার কথাও জানায় যুক্তরাষ্ট্র।

এছাড়া মিসরের জনসাধারণের উন্নয়ন হয় যেমন: শিক্ষা, স্বাস্থ্য ও বেসরকারি খাতে অর্থায়ন অব্যাহত থাকবে বলেও জানানো যুক্তরাষ্ট্র।    

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলে, দ্রুত অবাধ ‍ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে  মিসরে গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টির জন্যই এমন পদক্ষেপ।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘন্টা, অক্টোবর ১০, ২০১৩
কেএইচ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।