কলকাতা: ভারত-পাকিস্তান সীমান্ত ঘেসা পাঞ্জাব এলাকা থেকে আন্তর্জাতিক বাজার হিসেবে ১৩০ কোটি রুপি মূল্যের মাদক উদ্ধার করল বিএসএফ। পাকিস্তান থেকে এই মাদক ভারতে পাচার করার চেষ্টা করা হচ্ছিল।
বিএসএফ’র একটি টহলদল বুধবার রাতে সীমান্ত এলাকা রাজপাল গ্রামে অপ্রত্যাশিত আনাগোনার খবর পেয়ে অভিযান চালায়।
এই অভিযান চালানোর সময় ভারতীয় অংশে বিএসএফ ২৬ কিলো হেরোইন উদ্ধার করে।
বিএসএফ’র টহলদাদল রাজপাল গ্রামে দেখতে পায় পাকিস্তানের দিক থেকে কিছু দ্রব্য ভারতে পাচার করা হচ্ছে। ধান ক্ষেতের ভেতর একটি জলের পাইপের মধ্যে দিয়ে ঐ মাদক প্রবেশ করানোর চেষ্টা হচ্ছিল বলে বিএসএফ তরফে জানানো হয়েছে।
যদিও টহলদারি দল পৌঁছালে পাচারকারীরা পাকিস্তানের দিকে পালিয়ে যায়। ভারতের দিকেও কয়েকজন ব্যক্তি হাজির ছিল। তারাও গভীর অন্ধকার এবং ধান ক্ষেতের আড়ালকে কাজে লাগিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
বৃহস্পতিবার সকালে ঐ ধান ক্ষেত থকে বিএসএফ ২৬ কিলো হেরোইন বাজেয়াপ্ত করেছে।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৩
ভিএস/এসএস/এসআরএস