ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

তামিলনাড়ুতে ছাত্রের ছুরিকাঘাতে প্রাণ গেল অধ্যক্ষের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৮, অক্টোবর ১০, ২০১৩
তামিলনাড়ুতে ছাত্রের ছুরিকাঘাতে প্রাণ গেল অধ্যক্ষের

ঢাকা: তামিলনাড়ুতে কলেজ অধ্যক্ষকে ছুরিকাঘাতে হত্যা করেছে তিনছাত্র। ভারতের সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়ার’ খবরে বলা হয়, শৃঙ্খলা ভঙ্গের দায়ে ওই তিন ছাত্রকে বহিষ্কার করার জেরে তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।



পুলিশ বলছে, নিহত অধ্যক্ষের নাম সুরেশ কুমার। তিনি ইনফ্যান্ট যিশু ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ছিলেন। বৃহস্পতিবার সকাল আটটার দিকে নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাকে ছুরিকাঘাত করা হয়।

৫৫ বছর বয়সী সুরেশকে এরপর অন্যান্য ছাত্ররা ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। পুলিশ তিনজনকেই গ্রেফতার করেছে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৩
কেএইচ/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।