ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মিশরে বোমা হামলায় নিহত ৪ সেনা-পুলিশসদস্য

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২২, অক্টোবর ১০, ২০১৩
মিশরে বোমা হামলায় নিহত ৪ সেনা-পুলিশসদস্য

ঢাকা: মিশরের সিনাই উপদ্বীপে আত্মঘাতী বোমা হামলায় তিন সেনা ও এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, আল-আরিস শহরের বাইরে একটি তল্লাশি চৌকিতে বৃহস্পতিবার এ হামলা হয়।



কর্মকর্তারা জানান, হামলাকারী গাড়ি চালিয়ে ধীরে ধীরে তল্লাশি চৌকির দিকে এগিয়ে আসেন। সেনা ও পুলিশ সদস্যরা তার গাড়ি তল্লাশি করতে গেলে তিনি বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেন।

এ হামলা কোনো সন্ত্রাসী গোষ্ঠী চালিয়েছে কিনা তা এখনও স্পষ্ট করা যায়নি।

কয়েক বছর ধরে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালাচ্ছে সশস্ত্র গোষ্ঠীগুলো। তবে জুলাইয়ে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে নাটকীয়ভাবে বেড়েছে হামলা।

সিনাই এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৩
এসএফআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।