ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

শাখারভ পুরস্কার পেলেন মালালা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৭, অক্টোবর ১০, ২০১৩
শাখারভ পুরস্কার পেলেন মালালা

ঢাকা: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শাখারভ মানবাধিকার পুরস্কার পেলেন পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই।

১৬ বছর বয়সী মালালা নারী অধিকার নিয়ে প্রচারণা করার জন্য এক বছর আগে মাথায় গুলিবিদ্ধ হন।



সোভিয়েত পদার্থবিদ ও মানবাধিকার আন্দোলন কর্মী আন্দ্রেই শাখারভ স্মরণে ইউরোপীয় পার্লামেন্ট মানবাধিকার রক্ষা ও স্বাধীনতার পক্ষে কাজ করার জন্য প্রতিবছর এ পুরস্কার দেয়।

যুক্তরাষ্ট্রের গোপন নজরদারির তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেনও এ বছর এ পুরস্কারের অন্যতম দাবিদার ছিলেন।

৬৫ হাজার মার্কিন ডলার মূল্যমানের এ পুরস্কার ইউরোপের সর্বোচ্চ মানবাধিকার পুরস্কার বলে বিবেচিত।

মালালা ২০০৯ সালে বিবিসি উর্দুতে তালেবান শাসনাধীন তার জীবন ও নারীশিক্ষার অভাব নিয়ে একটি ব্লগ লেখেন।

গত জুলাইয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে একটি সংবর্ধনায় অধিকারের প্রশ্নে কখনও নিশ্চুপ হবেন না, বলে শপথ নেন মালালা।

মালালার এ পুরস্কারপ্রাপ্তি নিয়ে ইউরোপীয়ান পিপলস পার্টির প্রধান জোসেফ দউল বলেন, ‘আজ আমরা বিশ্বকে জানানোর সিদ্ধান্ত নিয়েছি যে, মালালা ইউসুফজাইয়ের মতো তরুণদের ওপরেই আমাদের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দাঁড়িয়ে আছে। ’

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৩/আপডেট: ২০০৯ ঘণ্টা
কেএইচকিউ/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।