ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আগরতলায় একদিনের ঢাক বাজার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): বৃহস্পতিবার ষষ্ঠী। সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে গুঞ্জরিত হচ্ছে আবাহনের সুর।

রাত ফুরলেই মহাসপ্তমী। কিন্তু ঢাক ছাড়া যে সম্ভব নয় শারদ বরণ। তাই বছরের অন্য পাঁচটি দিন ঢাকিদের খবর কেউ না নিলেও এ সময়ে তাদের কদর অনেক।

তাদের হাট বসে বছরে এক বার মাত্র। বাকি সময় এই হাটের প্রয়োজন তেমন হয় না। প্রতি বছরের মতো এবারও হাট বসল রাজধানীর কামান চৌমুহনী চত্বরে।

ষষ্ঠীর বিকালে। ঘণ্টা কয়েকের জন্য জড়ো হলেন কয়েক’শ ঢাকি। এই বাজারে তারাই পণ্য। হয়তো ভুল হল। পণ্য তাদের শিল্প- ঢাক বাজানো।

কিন্তু সারা বছর কেউ এই শিল্পের তেমন একটা খোঁজ নেন না। তাই স্মৃতির অতলেই থাকে ঢাকি শিল্পীরা। এবারও বছরের একদিনের ঢাকের হাট জমল বেশ। দামও চড়ল প্রচুর।

এক জোড়া ঢাক শারদোৎসবের চার দিনের জন্য চাইছে আট হাজার টাকা। এটাই সর্বনিম্ন দর। আবার পাখির পালকে সাজানো ঢাকের দর আরও বেশি।

সব মিলিয়ে ষষ্ঠীর বিকালে কামান চৌমুহনীর ঢাক বাজার জমজমাট। আগমনী সুর শুরু হয়েছে শহরের এই চত্বর থেকেই।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৩,
এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।