ঢাকা, শনিবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

কমোড বিস্ফোরণ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৬, অক্টোবর ১২, ২০১৩
কমোড বিস্ফোরণ!

ঢাকা: নিউইয়র্কে টয়লেটের পানির তাপমাত্রা পরীক্ষা করার সময় কমোড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গৃহকর্তা মাইকেল পিয়েরে গুরুতর আহত হয়েছেন।



জানা গেছে, ব্রুকলিনের আবাসিক এলাকায় নিজের বাসায় হ্যান্ডেল টেনে পানির তাপমাত্রা পরীক্ষা করার সময় ভুল জায়গায় চাপ দেওয়ায় তার কমোডটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। কমোড বিস্ফোরণের পর পিয়েরের মুখমণ্ডল, মাথা, হাত ও পায়ের বিভিন্ন অংশে আবর্জনা ও কমোডের খণ্ডাংশ নিক্ষিপ্ত হলে তিনি গুরুতর আহত হন। এ কারণে তার শরীরে মোট ৩০টি সেলাই দিতে হয়েছে।

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ৫৮ বছর বয়সী পিয়েরে এখন প্রাকৃতিক কাজ সারার পর কমোডে ফ্ল্যাশ করতেও ভয় পান। তিনি বাথরুমের দরজার পেছন থেকে নিরাপদ দূরত্বে থেকে বিশেষ পদ্ধতিতে ফ্ল্যাশ করেন।

নিউইয়র্কের সংবাদ মাধ্যম ডেইলি নিউজ জানিয়েছে, কমোড বিস্ফোরণের ঘটনাকে বোমা বিস্ফোরণ ভেবে হুড়োহুড়ি করতে গিয়ে ওই ভবনের আরও তিন ভাড়াটিয়া আহত হয়েছেন।

পিয়েরের আইনজীবী স্যানফোর্ড রুবেনস্টেইন জানিয়েছেন, ভবনের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করা হবে। আদালতই সিদ্ধান্ত নেবেন পিয়েরেকে কেমন ক্ষতিপূরণ দেওয়া হবে।

জানা গেছে, ১৬ তলা ভবনটি ১৯৬৪ সালে নির্মিত হয়। ২৭৫ অ্যাপার্টমেন্ট বিশিষ্ট ভবনটিতে এক হাজারেরও বেশি লোক বসবাস করেন।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৩
এইচএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।