ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাইলিনের কারণে ৫৬ ট্রেন, ১০ ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৩
পাইলিনের কারণে ৫৬ ট্রেন, ১০ ফ্লাইট বাতিল

ঢাকা: পাইলিনের প্রভাবে সৃষ্ট প্রতিকূল আবহাওয়ায় ভারতের ৫৬ ট্রেন চলাচল ও ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও জেট এয়ারওয়েজের কমপক্ষে ১০টি ফ্লাইট ভূবনেশ্বরের বিজু পাটনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়ন ও অবতরণ হওয়ার কথা ছিল।

এসব ফ্লাইটের উড্ডয়ন-অবতরণ বাতিল করা হয়েছে।

হাওড়া ও ভিসাক্ষাপাটনাম রুটের সকল ট্রেন বাতিল করা হয়েছে।

ভারতের রেলওয়ের মুখপাত্র অনিল স্যাক্সেনা জানিয়েছেন, পূর্বসতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে ৫৬টি বাতিল, ১৬টির রুট পরিবর্তন করা হয়েছে।

স্যাক্সেনা বলেছেন, ঘূর্ণিঝড়টি আমাদের তিনটি রেলওয়ে জোনো আঘাত হানতে পারে।

আমরা জরুরি নিয়ন্ত্রণ চালু করেছি। আমাদের মহাব্যবস্থাপক ও রেলওয়ে বোর্ড পরিস্থিতি অব্যাহতভাবে পর্যবেক্ষণ করছেন। ’

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৩
এসএফআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।