ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আগরতলায় বৃষ্টিবিঘ্নিত অষ্টমীর সন্ধ্যা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): অষ্টমীর বিকেল থেকেই আকাশের মুখ ভার। চারটা নাগাদ ঝমঝমিয়ে নামলো বৃষ্টি।

আর তাতেই মাথায় হাত সাধারণ মানুষ থেকে পূজা উদ্যোক্তাদের।

সন্ধ্যায় তেমন ভিড় জমলো না কোনো মণ্ডপেই। অষ্টমীতে আগরতলার রাজপথে যে বাঁধনহারা মানুষের ভিড় দেখা যায় তা অনেকটাই উধাও।

সপ্তমীতেও ভালো ভিড় ছিল রাজধানীর মণ্ডপে মণ্ডপে। বিভিন্ন ক্লাবের উৎসব উদ্যোক্তাদের আশা ছিল অষ্টমীর সন্ধ্যায় ভিড় আরও বাড়বে। প্রত্যেক বছর এমনই চিত্র দেখতে অভ্যস্ত আগরতলা। কিন্তু এবার ভিন্ন চিত্র। অষ্টমীর সন্ধ্যায় উধাও ভিড়। কারণ অসময়ের বৃষ্টি।

রাজধানীর বাইরে বিভিন্ন মহকুমাতে অবস্থা আরও খারাপ। সন্ধ্যাতে বিভিন্ন জেলাতে হয়ে গেছে প্রচণ্ড বেগে ঘূর্ণিঝড়। বিভিন্ন মহকুমাতে ভেঙে গেছে মণ্ডপ।

বিভিন্ন মহকুমা থেকে ঝড়-বৃষ্টিতে শারদোৎসব মাটি হওয়ার খবর মিলছে। বিঘ্নিত হয়েছে বিদ্যুৎ সেবাও। অন্ধকারে ডুবে গেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত। জিরানীয়া মহকুমাতে ভেঙে গেছে প্রায় ৫০টি বাড়িঘর। সব মিলিয়ে ঝড় বৃষ্টিতে চাপা পড়লো মানুষের আনন্দ।

বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৩
কেএইচ/এএ/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।