ঢাকা, শনিবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

পেরুতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৬, অক্টোবর ১৩, ২০১৩
পেরুতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৯

ঢাকা: পেরুতে যাত্রীবোঝাই একটি ট্রাক উল্টে গভীর খাদে পড়ে গিয়ে অন্তত ৪৯ জন নিহত হয়েছে। দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দুপুরের দিকে (বাংলাদেশ সময় শনিবার রাত) দক্ষিণাঞ্চলের ল্য কনভেনসিওন প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।



সুয়ুকুয়ো শহরের মেয়র ফেদিয়া কাস্ত্রো জানিয়েছেন, আমরা শোকাহত, এখন পর্যন্ত ৪৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। নিহতদের মধ্যে ১২ জন শিশু ছিল বলে জানা গেছে।

বাস সঙ্কটের কারণে এই অঞ্চলের মানুষজন প্রায়ই ট্রাকে করে যাতায়াত করে বলে জানান মেয়র।

সংবাদ মাধ্যমগুলো জানায়, সুয়ুকুয়ো শহরের অদূরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গভীর খাদে পড়ে যায় ট্রাকটি। দুর্ঘটনায় পড়ার আগে যাত্রীরা ট্রাকের মধ্যেই হৈ-হুল্লোড়ে মত্ত ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

মেয়র কাস্ত্রো জানিয়েছেন, শিশু সন্তান ও স্ত্রীসহ মারা যাওয়া ট্রাকচালক নেশাগ্রস্ত ছিলেন কিনা এ ব্যাপারে তদন্ত চলছে।

উল্লেখ্য, দক্ষিণ আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী দেশটিতে আঁকাবাঁকা ও ঝুঁকিপূর্ণ যোগাযোগ ব্যবস্থার জন্য প্রায়ই এ ধরনের প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে। গত সপ্তাহেও দু’টি সড়ক দুর্ঘটনায় অন্তত ২৯ জন নিহত হয়।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৩
এইচএ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।