ঢাকা: সিরিয়ার আলেপ্পোর উপকণ্ঠের একটি এলাকার নিয়ন্ত্রণ নিয়ে বিদ্রোহীদের দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৪৪ জন নিহত হয়েছে।
দেশটিতে নিযুক্ত মানবাধিকার পর্যবেক্ষক সংস্থাগুলোর উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো রোববার জানিয়েছে, অন্তঃকোন্দল বন্ধে আল কায়েদা প্রধান আইমান আল জাওয়াহিরির আহ্বান সত্ত্বেও এই প্রাণঘাতী সংঘাতে জড়িয়ে পড়ে ইসলামিক স্টেট অব ইরাক এন্ড শাম (আইএসআইএস) ও স্থানীয় একটি বিদ্রোহী গ্রুপ গুরাবা আল-শাম।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা এসওএইচআর জানিয়েছে, বিলাদ আল-শাম প্রদেশে তিন দিন ধরে এ রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। শনিবার আইএসআইস’র ১৪ জন যোদ্ধার মৃতদেহ চিহ্নিত করা হয়েছে।
শুক্রবার এক অডিও বার্তায় আল কায়েদা প্রধান জাওয়াহিরি বিদ্রোহীদের দু’পক্ষকে আভ্যন্তরীন সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে বলেন, ইসলামী রাষ্ট্র গঠনে দু’পক্ষের সাংগঠনিক ঐক্য ও দক্ষতা বৃদ্ধি করতে হবে।
বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে আধিপত্য বিস্তার নিয়ে সম্প্রতি সিরিয়ার সরকারবিরোধী গ্রুপগুলোতে ব্যাপক কোন্দল দেখা দিয়েছে।
সংবাদ মাধ্যমগুলো বলছে, বিদ্রোহীদের এই কোন্দলের সুযোগে আধিপত্য হারানো অঞ্চলগুলো পুনরুদ্ধারের লড়াইয়ে বাড়তি সুযোগ পাচ্ছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বাহিনী।
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৩
এইচএ/বিএসকে