কলকাতা: পাইলিনের প্রভাবে নবমীর সকাল থেকেই বর্ষনমুখর কলকাতা। অষ্টমীর রাত থেকেই কলকাতাসহ আশে পাশের জেলা গুলিতে শুরু হয়েছে বৃষ্টি ।
পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার দীঘা সমুদ্র সৈকত থেকে সরানো হয়েছে পর্যটকদের। ১০ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়ছে দীঘার সৈকতে।
উড়িষ্যার ৫ লক্ষ মানুষকে নিরাপদ জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। সেখানকার পুরী সমুদ্রও যথেষ্ট উত্তাল রয়েছে।
ঝড়ের প্রভাবে মেদিনীপুর জেলার সমুদ্র বন্দর হলদিয়া ক্যানেলে একটি জাহাজ ডুবে গেছে বলে খবর পাওয়া গেছে।
পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা থেকে খবর পাওয়া গেছে ব্যাপক ঝড় বৃষ্টির প্রভাবে প্রায় গোটা জেলার বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যয়ের মুখে।
উপকূলবর্তী জেলা গুলিতে কাজ করছে ‘ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম” এবং সেনা বাহিনী সদস্যরা।
বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপটে বেশ কিছুটা নাকাল দেবী দর্শনার্থীরা। অষ্টমীর রাতে দর্শনার্থীরা হাতে ছাতা নিয়েই বেড়িয়ে পড়েছিলেন মণ্ডপে মণ্ডপে। ঠিক যেন ছাতায় মোড়া মহানগর।
বেশ কিছু মণ্ডপের সামনে জমেছে জল। উদ্যোক্তারা আপ্রাণ চেষ্টা করছে জল সরাতে কিন্তু কালো মেঘে ঢাকা নবমীর সকালের কলকাতার আকাশ এবং মাঝে মাঝে ভারী বৃষ্টি কিছুটা হলেও পণ্ড করছে উৎসবের মেজাজকে।
তাই নবমীর সকালেই দেবী দুর্গার কাছে একমাত্র মেঘ মুক্তির প্রার্থনাই করছে কলকাতাবাসী।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৩
ভিএস/এসএস/আরআইএস