ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মালিতে নৌকাডুবিতে ২২ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৩
মালিতে নৌকাডুবিতে ২২ জনের প্রাণহানি

ঢাকা: মালিতে একটি নৌকাডুবিতে কমপক্ষে ২২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। দেশটির মপতি শহরে নাইজার নদীতে যাত্রী ও মালবোঝাই নৌকাটি ভেঙ্গে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা নামান কেইতা জানান, শুক্রবারের এ নৌকাডুবিতে মৃতদের মধ্যে ১৫ শিশুও রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

নৌকাডুবিতে এখনও ২৩ জন নিখোঁজ রয়েছে।

উদ্ধার অভিযানের কমান্ডার দ্রামানে দিয়ালো সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ‘মপতি শহর থেকে ৭০ কিলোমিটার উত্তরে কুবি গ্রামের কাছে এসে নৌকাটি পেছনের দিক দিয়ে ভেঙ্গে যায়। হঠাৎ করে নৌকাটি ভেঙ্গে যাওয়ার কারণ আমরা এখনও বের করতে পারিনি। এ দুর্ঘটনার তদন্ত করা হচ্ছে। ’

দুর্ঘটনায় ২১০ জন যাত্রী বেঁচে গেছেন বলেও জানান তিনি।

মপতির কন্না এলাকার স্থানীয় হাসপাতালের এক কর্মকর্তা বলেন, ‘মনে করা হচ্ছে, দুর্ঘটনার সময় নৌকাটিতে ৪শ’ জন যাত্রী ছিলো। যাত্রীর পাশাপাশি নৌকাটি মালবোঝাই ছিলো। ’

স্থলপথ খারাপ হওয়ায় এবং একই সাথে ব্যয়বহুল হওয়ায় দেশটিতে নৌপথের ব্যবহার বেশি। নৌপথ তুলনামূলক সস্তা হলেও ঝুঁকিমুক্ত নয়। ফলে নৌপথে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৩
কেএইচকিউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।