ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনে টাইফুন, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৩
ফিলিপাইনে টাইফুন, নিহত ১৩

ঢাকা: টাইফুন নারির আঘাতে ফিলিপাইনের উত্তরাঞ্চল লণ্ডভণ্ড হয়ে গেছে। শনিবার সকালে নারির আঘাতে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে।

এতে বিধ্বস্ত হয়েছে হাজার হাজার ভবন এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ২০ লাখের বেশি বাড়ি।

কর্মকর্তারা জানান, শুক্রবার দিনগত মধ্যরাতে (গ্রিনিচমান সময় শুক্রবার ১৬টা) ফিলিপাইনের উত্তরপূর্ব উপকূলে আঘাত হানে নারি। নারির আঘাতে গাছপালা উপড়ে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে লুজান দ্বীপ কৃষিখামারগুলো।

জাতীয় দুর্যোগ ঝুঁকি প্রশমন ও ব্যবস্থাপনা পরিষদের প্রধান এদুয়ার্দো দেল রোজারিও বলেন, হতাহতের সংখ্যা কম হলেও অনেক এলাকা বন্যা কবলিত।

নারিকবলিত উপকূলীয় শহর বালের প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়ে উপড়ে ও ভেঙে পড়া অনেক গাছ সরিয়েছে পরিচ্ছন্নতাকর্মীরা।

দক্ষিণ চীন সাগরের ওপর দিয়ে ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে বয়ে যাওয়ার পর বন্যাকবলিত গ্রামগুলো থেকে স্থানীয়দের সরিয়ে নিয়েছে ফিলিপাইনের সেনা ও পুলিশের উদ্ধারকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৩
এসএফআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।