ঢাকা, শনিবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকজুড়ে বোমা হামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০০, অক্টোবর ১৩, ২০১৩
ইরাকজুড়ে বোমা হামলা, নিহত ১০

ঢাকা: ইরাকজুড়ে ধারাবাহিক বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। দেশটির শিয়া অধ্যুষিত প্রদেশগুলোতেই এ ধারাবাহিক বোমা হামলার ঘটনা ঘটে।

রোববার ইরাকে সবমিলে ১১টি বোমা বিস্ফোরিত হয়।

পুলিশ জানিয়েছে, দেশটির রাজধানী বাগদাদের ১শ’ কিলোমিটার দক্ষিণে দুটি গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে পাঁচ জন নিহত হয়েছে।  

পূর্ব ইরাকের কুত শহরে চারটি পৃথক গাড়ি বোমা বিস্ফোরণ ঘটে। এ বিস্ফোরণে কমপক্ষে দু’জন নিহত ও ৩১ জন আহত হয়েছে। এর মধ্যে প্রাইমারি স্কুলের পাশে একটি গাড়ি বোমা বিস্ফোরিত হয়।

বাগদাদের দক্ষিণপূর্বে সামাওয়া শহরে একসাথে দুটি গাড়ি বোমা বিস্ফোরণে দু’জন নিহত হয়েছে। দক্ষিণ বাগদাদের কাছে ব্যস্ত রাস্তায় আরেকটি গাড়ি বোমা বিস্ফোরণে একজন নিহত হয়।

কারা এ বোমা হামলা করেছে তা এখনও জানা যায়নি। তবে সাম্প্রতিক সময়ে আল-কায়েদা ও সুন্নি বিদ্রোহীরা এ ধরনের কিছু হামলা করেছে বলে রোববারের এ হামলার জন্য তাদেরকেই দায়ী করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানিয়েছে, অতি সম্প্রতি বাকুবা শহরে আল-কায়েদার ইরাকি শাখার স্বাক্ষরযুক্ত লিফলেট বিতরণ করা হচ্ছে। লিফলেটে বাচ্চাদের স্কুল পাঠানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। তা না হলে তাদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

গত সপ্তাহে উত্তর ইরাকের এক প্রাইমারি স্কুল প্রাঙ্গণে একটি ট্রাকে আত্মঘাতী বোমা বিস্ফোরণে স্কুলটির প্রধান শিক্ষক ও ১৪ শিশু নিহত হয়।

২০০৬-২০০৭ সালের জাতিগত সংঘাতের পর ইরাকে এ ধরনের হামলায় এ বছর এখন পর্যন্ত প্রায় ৬ হাজার মানুষ নিহত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৩
কেএইচকিউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।