আগরতলা (ত্রিপুরা): মান্দাই। নাম শুনলেই এক সময় মনে উঁকি দিত আতঙ্কের ছায়া।
এখানে দুর্গা দেবী পূজিত হচ্ছেন আদিবাসীদের চিরাচরিত পোশাকে। ভারতের ত্রিপুরাতে প্রথম মান্দাইতেই দুর্গা মাকে সাজানো হয় আদিবাসী রমণীদের পোশাকে।
১৯৮০ সাল। ত্রিপুরার ইতিহাসে এক অনন্য নাম। ভ্রাতৃঘাতী দাঙ্গায় সে বছর রক্তাক্ত হয়েছিল ত্রিপুরার মাটি। আর যে জায়গাটিকে কেন্দ্র করে ত্রিপুরায় দাঙ্গার আগুন জ্বলেছিল তার নাম মান্দাই। দাঙ্গার পরের বছর থেকেই মান্দাইয়ে শুরু হয় দুর্গা পুজা। এখানের আইতরমা ক্লাব আয়োজন করছে এই দুর্গা পূজার।
মান্দাইয়ে ১৯৮১ সাল থেকে শুরু হওয়া দুর্গা পূজা এখনও চলছে। মাঝে দু’বছর সন্ত্রাসবাদীদের হুমকির কারণে বন্ধ রাখতে হয়েছিলো মান্দাইয়ের পূজা। কিন্তু সন্ত্রাসবাদীদের চোখ রাঙ্গানিকে উপেক্ষা করে ফের পূজা শুরু হয় মান্দাইতে।
২০০০ সাল থেকে ভিন্ন সাজে মান্দাইয়ে এলেন দুর্গা দেবী। ত্রিপুরার আদিবাসীদের চিরাচরিত রিয়া এবং পাছরাতে সাজলেন দুর্গা দেবী। তার শরীরে থাকে আদিবাসী রমণীদের মতো গহনা।
পূজা উদযাপন কমিটির সম্পাদক রেনু দেববর্মা জানান, ত্রিপুরায় মৈত্রীর বার্তা হিসাবেই প্রথম দুর্গা মাকে সাজানো হয় আদিবাসী সাজে। এখন রাজ্যের বেশ কিছু মণ্ডপে দুর্গা দেবীকে সাজানো হচ্ছে আদিবাসী সাজে।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৩
টিএকে/ এসএস/আরকে