ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় রেড ক্রসের ৬ কর্মী অপহৃত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৩
সিরিয়ায় রেড ক্রসের ৬ কর্মী অপহৃত

ঢাকা: সিরিয়ায় স্বেচ্ছাসেবী সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (রেড ক্রস) ৬ কর্মী ও সিরিয়ান আরব রেড ক্রিসেন্টের (সার্ক) ১ কর্মীকে অপরহণ করেছে সশস্ত্র দুর্বৃত্তরা।

রেড ক্রসের মুখপাত্র এওয়ান ওয়াটসনের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে সোমবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, রোববার সকালে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ইদলিব শহর এলাকা থেকে এই স্বেচ্ছাসেবকদের আটক করা হয়।

তাদের অপহরণের খবর রোববার সন্ধ্যায় নিশ্চিত হয় রেডক্রস।

রেড ক্রসের সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় রোববার রাতে দেওয়া এক বিবৃতিতে ওয়াটসন বলেন, আমরা জানি না কারা তাদের অপহরণ করেছে। তবে অপহরণকারীরা সশস্ত্র ছিল।

সংবাদ মাধ্যমগুলোর প্রতিনিধিরা জানিয়েছেন, স্বেচ্ছাসেবকরা যে রাস্তায় অপহৃত হন সে এলাকায় প্রায়ই এ ধরনের অপহরণের ঘটনা ঘটে। এখানে বেশ কিছু সশস্ত্র সংগঠনের তৎপরতা রয়েছে।

অন্যদিকে আরেকটি পৃথক বিবৃতিতে অপহৃত স্বেচ্ছাসেবকদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন রেড ক্রসের সিরিয়া শাখার প্রধান ম্যাগনে বার্থ।

বার্থ জানান, রেড ক্রস ও সার্ক উভয় সংগঠনই যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সম্পূর্ণ নিরপেক্ষভাবে দুর্গত ও ক্ষতিগ্রস্তদের সহযোগিতা ও সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিন্তু এমন দুর্ভাগ্যজনক ঘটনায় সেবা কার্যক্রম ব্যাহত হবে।
জানা গেছে,  গত ১০ অক্টোবর চিকিৎসা সেবা দেওয়ার জন্য রেডক্রস ও রেড ক্রিসেন্টের একটি গাড়ি বহর যায় সারমিন ও ইদলিব শহরে। রোববার সংগঠনের পতাকাবাহী গাড়ি বহর নিয়ে দামেস্কে ফেরার পথে অপহৃত হন এই ৭ স্বেচ্ছাসেবক।

সংবাদ মাধ্যমগুলো বলছে, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় বিশেষ করে উত্তরাঞ্চলের বিদ্রোহী অধ্যুষিত অঞ্চলগুলোতে সাংবাদিক ও স্বেচ্ছাসেবী অপহরণের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। গত মাসেও ইদলিব শহর থেকে এক জার্মান স্বেচ্ছাসেবী অপহৃত হন। ঠিক একই এলাকায় গত জুলাইয়ে অপহৃত হয়েও পালিয়ে বাঁচেন জার্মানিরই দুই স্বেচ্ছাসেবক।

এ ঘটনায় সিরিয়ার সরকার বা বিদ্রোহীদের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি।

বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৩
এইচএ/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।