ঢাকা: সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশের একটি শহরে গাড়ি বোমা হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে।
দেশটিতে নিযুক্ত মানবাধিকার পর্যবেক্ষক সংগঠনগুলোর উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সোমবার সকালে তুরস্ক সীমান্তবর্তী ইদলিবের বিদ্রোহী নিয়ন্ত্রিত দারকুশ শহরের প্রধান চত্বরে এই বিস্ফোরণ ঘটানো হয়।
তাৎক্ষণিকভাবে কারা এ হামলা চালিয়েছে এ ব্যাপারে কিছু জানা যায়নি।
উল্লেখ্য, শনিবার ইদলিব থেকেই স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রসের ৬ কর্মী ও রেড ক্রিসেন্টের এক সদস্যকে অপহরণ করে সশস্ত্র দুর্বৃত্তরা।
এই অপহরণের ঘটনার সঙ্গে কারা জড়িত এখন পর্যন্ত এ ব্যাপারেও কিছু জানা যায়নি।
তবে নিজেদের সংগঠনের কর্মীদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে রেডক্রস।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৩
এইচএ/বিএসকে