ঢাকা: বৈচিত্র্য সৃষ্টিই যেন মানুষের ধর্ম! বৈচিত্র্য উপভোগ করাটাও মানুষের পছন্দের তালিকায় শীর্ষে। বৈচিত্র্য উপস্থাপনের নেশা থেকেই কিনা কাস্টমারদের আকর্ষণ বাড়াতে যমজ নারী ওয়েটার ভাড়া করলেন মস্কোর এক রেস্টুরেন্ট মালিক।
এতোদিন ধরে সুন্দরী তরুণী কিংবা স্মার্ট তরুণদের এ ক্ষেত্রে কদর দেখা গেলেও নতুন ধরনের এই ধারা আনলেন আলেক্সেই কদোরকভস্কি। রীতিমত যমজ নারী ওয়েটারদের দিয়েই রেস্টুরেন্ট পরিচালনা করে চলেছেন কদোরকভস্কি।
নতুন তত্ত্ব একেবারে খারাপ ফল দিচ্ছে না এই রাশিয়ানকে। কাস্টমাররা আগের চেয়ে অনেক বেশি ভিড় জমাচ্ছেন কদোরকভস্কির রেস্টুরেন্টে।
আর খয়েরি রংয়ের একই পোশাক পরা যমজ ওয়েটার কাস্টমারদের সামনে পরিবেশন করছেন প্লেট আর ট্রে-ভর্তি খাবার।
নিজের অভিনব রেস্টুরেন্ট পরিচালনার ব্যাপারে কদোরকভস্কি বলেন, আমার বেশ ক’জন বন্ধু রয়েছে যারা কিনা যমজ। মনে হলো, যমজরা বাড়তি কোনো সুবিধা গ্রহণ করতে পারছে না।
তাছাড়া, সোভিয়েতের একটি পুরনো ছবি থেকে উৎসাহ পেয়ে মনে হলো এই ধারণাটি বাস্তবায়ন করা যায়। এখন পরিচিত যমজ তরুণীদের সঙ্গে নিয়ে আমার রেস্টুরেন্ট ব্যবসা পরিচালনা করছি।
তবে রেস্টুরেন্ট পরিচালনায় যমজ তরুণীদের শিক্ষা দিতে প্রাথমিকভাবে বেশ বেগ পেতে হয় বলে জানান কভোরকভস্কি।
বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৩
এইচএ/বিএসকে