ঢাকা: যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কর্তৃপক্ষ দাবি করেছে, শুকনো বরফভর্তি একটি প্লাস্টিকের বোতল বিস্ফোরিত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের বিকট শব্দে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিমানবন্দরে হুড়োহুড়ি শুরু হয়। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে চারটি ফ্লাইট স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা অধিদপ্তরের (এফবিআই) মুখপাত্র লরা এইমিলার জানান, রোববার সন্ধ্যায় বিমানবন্দরের টার্মিনাল ২-এ কর্মকর্তাদের একটি বাথরুম থেকে রাসায়নিক প্রতিক্রিয়ার কারণে বিস্ফোরিত হয় বোতলটি।
তবে শুকনো বরফভর্তি বোতলটি কর্মকর্তাদের বাথরুমে কীভাবে গেল এ ব্যাপারে কিছু জানাতে পারেননি তিনি।
সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে কর্তৃপক্ষ ওই টার্মিনালটি বন্ধ করে দিয়েছে এবং ঘটনাস্থল পরীক্ষা করছে।
বিমানবন্দর পুলিশের কর্মকর্তা সার্জেন্ট কারলা ওর্তিজ জানান, বিস্ফোরণের পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লোকজন হুড়োহুড়ি শুরু করে। নিরাপত্তাজনিত কারণে চারটি ফ্লাইট বিলম্বিত হয়।
তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৩
এইচএ/বিএসকে