ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অর্থনীতিতে নোবেল জয় তিন মার্কিনির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৩
অর্থনীতিতে নোবেল জয় তিন মার্কিনির

ঢাকা: অর্থনীতিতে নোবেল পেলেন ইউজিন এফ. ফামা, লার্স পিটার হানসেন ও রবার্ট জে শিলার। সম্পদ মূল্যের প্রায়োগিক বিশ্লেষণ দেওয়ার জন্য তাদের সম্মানজনক এ পুরস্কারে ভূষিত করা হয়।



সোমবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় তাদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স। ফামা, হানসেন ও শিলার তিনজনই মার্কিনি। অর্থনীতিতে পুরস্কার ঘোষণার মাধ্যমে ২০১৩ সালের নোবেল পুরস্কার ঘোষণার পর্দা নামল। রীতিমতো ৭ অক্টোবর চিকিৎসা শাস্ত্রে নোবেলজয়ীর নাম ঘোষণার মাধ্যমে নোবেল ‍পুরস্কার ঘোষণার পর্দা উঠে।

নোবেল কমিটি জানিয়েছে, সম্পদের মূল্য বোঝার ক্ষেত্রে এ তিনজন আলাদাভাবে অবদান রেখেছেন। পুরস্কারের অর্থমূল্য ১২ লাখ মার্কিন ডলার তিনজনের মধ্যে সমানভাবে দেওয়া হবে।

ইউজেন এফ ফামা
যুক্তরাষ্ট্রের নাগরিক ইউজেন এফ. ফামার ১৯৩৯ সালে বোস্টনে জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালে তিনি ইউনিভার্সিটি অব শিকাগো থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। শিকাগো বিশ্ববিদ্যালয়ের এ অধ্যাপক দেখান, দামের সঙ্গে দ্রত নতুন তথ্যের সংযোজনের ফলে স্বল্প মেয়াদে শেয়ারের দাম নির্ধারণ করা খুবই কঠিন।
নোবেল কমিটি বলেছে, ফামার ফলাফল পরবর্তী গবেষণার জন্য ‘খুবই গভীর প্রভাব’ ফেলেছে এবং বাজারের চরিত্রে পরিবর্তনও এনেছে।

লার্স পিটার হানসেন
যুক্তরাষ্ট্রে ১৯৫২ সালে জন্ম লার্স পিটার হানসেসেনর। তিনি মিন্নেসোটা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সম্পদের মূল্য সংক্রান্ত তথ্য পরীক্ষায় পরিসংখ্যানিক পদ্ধতি বের করায় শিকাগো বিশ্ববিদ্যালয়ের এ অধ্যাপক নোবেল পুরস্কারে ভূষিত হন।

রবার্ট জে শিলার
যুক্তরাষ্ট্রের ডেটট্রয়েট শহরে ১৯৪৬ সালে জন্ম রবার্ট জে শিলারের। তিনি ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে ১৯৭২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিলার ১৯৮০-এর দশকে দেখান যে, করপোরেট লভ্যাংশের চেয়ে স্টক প্রাইজের উঠা-নামা খুব বেশি নয়।

২০১২ সালে অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন আলভিন ই.রথ ও লয়েড এস. শাপলি।

অর্থনীতিতে নোবেল পুরস্কারের সরকারি নাম সেরিজ রিস্ক ব্যাংক প্রাইজ ইন ইকোনোমিক্স সায়েন্স ইন মেমোরি অব আলফ্রেড নোবেল।   আলফ্রেড নোবেল ১৮৯৯ সালে তার উইলে নোবেল পুরস্কারের জন্য অর্থনীতিশাস্ত্রের নাম উল্লেখ করেননি।

অর্থনীতি শাস্ত্রের ক্রমবর্ধমান গুরুত্বের কথা চিন্তা করে সুইডিশ রিক্স ব্যাংকের সৌজন্যে নোবেলের স্মরণে ‘অর্থনীতি বিজ্ঞানে সেরিস রিক্স ব্যাংক প্রাইজ’ শীর্ষক পুরস্কারটি প্রবর্তিত হয়। ১৯৬৮ সালে রিক্স ব্যাংকের ৩০০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এ পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

১৯৬৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ৪৫ দফায় ৭৪ জন অর্থনীতিবিদ এ পুরস্কারে ভূষিত হয়েছেন। অর্থনীতি ছাড়া পদার্থ, ‍রসায়ন, চিকিৎসা, সাহিত্য ও শান্তিতে ১৯০১ সাল থেকে নোবেল দেওয়া শুরু হয়।

ছয়টি ধাপ পেরিয়ে অর্থনীতিবিদদের নোবেল দেওয়া হয়। যে বছর নোবেল দেওয়া হবে তার পূর্ববর্তী বছরের সেপ্টেম্বর মাসে মনোনয়ন ফর্ম ছাড়া হয়। মনোনয়ন ফর্ম জমা দিতে হয় নোবেল যে বছর দেওয়া হবে সে বছরের ফেব্রুয়ারি মাসে। ওই বছরের মার্চ-মে মাস বিশেষজ্ঞেরা আলোচনা-পরামর্শের ভিত্তিতে সম্ভাব্যদের তালিকা প্রস্তুত করেন।

জুন থেকে আগস্ট মাসের মধ্যে কমিটিকে প্রতিবেদন লিখতে হয়। সেপ্টেম্বর মাসে সুপারিশপত্র জমা দেয় কমিটি। অক্টোবর মাসে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এ ছয়টি ধাপ পেরিয়ে ডিসেম্বরে জয়ী ব্যক্তি বা ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কারের অর্থ, মেডেল ও সনদপত্র।

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স ইকোনোমিক সায়েন্সেস প্রাইজ কমিটির সুপারিশকৃত ব্যক্তি বা ব্যক্তিদেরকে বেঁছে নেয়। ইকোনোমিক সায়েন্সেস কমিটি মনোনয়ন ও চূড়ান্ত প্রার্থী ছাড়াই প্রক্রিয়ার দেখভালকারী কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা/আপডেট: ১৭২২ ঘণ্টা/সর্বশেষ আপডেট: ১৮১৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৩
এসএফআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।