ঢাকা: মর্টগেজ কেলেঙ্কারির দায়ে যুক্তরাষ্ট্রের ব্যাংকিং জায়ান্ট জেপি মরগানকে রেকর্ড ১৩ বিলিয়ন মার্কিন ডলার জরিমানা গুনতে হচ্ছে। এটিই কোন আমেরিকান কোম্পানির সবচেয়ে বড় জরিমানার পরিমান।
মন্দা মোকাবেলায় ব্যাংকটি ভুয়া আবাসন মর্টগেজ বিক্রি করে এই কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে।
অভিযোগ উঠেছে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এই ব্যাংকটি জেনেশুনেই ভুয়া মর্টগেজ বিক্রি করে দিয়েছেল। তাদের ওই অতিমূল্যায়িত মর্টগেজের কারণেই ২০০৭ সালে ব্যাংকিং সেক্টরে ধস নামে।
এই বিশাল পরিমান অর্থ যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টকে দিতে সম্মত হয় ব্যাংকটি। এর মধ্যে ৪ বিলিয়ন ডলার ক্ষতিগ্রস্থ গ্রাহকদের দেওয়া দেওয়া হবে।
ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, শুক্রবার জেপি মরগানের আইনজীবী এবং মার্কিন এটর্নি জেনারেলের মধ্যে আলোচনায় এই সমঝোতা হয়। তবে এ বিষয়ে ব্যাংকটির মুখপাত্র বা জাস্টিট ডিপার্টমেন্ট কেউই কোন মন্তব্য করেননি।
এর আগেও গত মাসে জেপি মরগানকে আরেকটি মামলায় ১ বিলিয়ন ডলার জরিমানা করা হয়েছিল।
বাংলাদেশ সময়:১৭২০ ঘন্টা, অক্টোবর ২০, ২০১৩
কেএইচ/এসআরএস/এসআরএস