ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আবার আগরতলা বই মেলার স্থান পরিবর্তন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): আবারও পরিবর্তন ঘটলো আগরতলা বই মেলার স্থান। মেলা সরিয়ে আনা হচ্ছে শিশু উদ্যান চত্বর থেকে।

আগামী বছর (১৩ ফেব্রুয়ারি থেকে) আগরতলা বইমেলা হবে উমাকান্ত ময়দানে। বারো দিনের এই বই মেলা চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

বারো বছর ধরে আগরতলা বই মেলা আয়োজিত হচ্ছিল আগরতলার শিশু উদ্যান চত্বরে। এবার এখান থেকে সরছে আগরতলার ঐতিহ্যবাহী বইমেলা। কিন্তু কেন শিশু উদ্যান থেকে মেলা সরিয়ে আনা হচ্ছে তা জানা জানা যায়নি।

শিশু উদ্যানের আগে আগরতলা বইমেলা আয়োজিত হত রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে। সেখানেই শুরু হয়েছিল আগরতলা বইমেলা। ১৯৮১ সালে। তারপর জায়গার অভাবে রবীন্দ্রভবন প্রাঙ্গণ থেকে সরিয়ে আনা হয় মেলা শিশু উদ্যানে।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৩
কেএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।