আগরতলা (ত্রিপুরা): আবারও পরিবর্তন ঘটলো আগরতলা বই মেলার স্থান। মেলা সরিয়ে আনা হচ্ছে শিশু উদ্যান চত্বর থেকে।
বারো বছর ধরে আগরতলা বই মেলা আয়োজিত হচ্ছিল আগরতলার শিশু উদ্যান চত্বরে। এবার এখান থেকে সরছে আগরতলার ঐতিহ্যবাহী বইমেলা। কিন্তু কেন শিশু উদ্যান থেকে মেলা সরিয়ে আনা হচ্ছে তা জানা জানা যায়নি।
শিশু উদ্যানের আগে আগরতলা বইমেলা আয়োজিত হত রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে। সেখানেই শুরু হয়েছিল আগরতলা বইমেলা। ১৯৮১ সালে। তারপর জায়গার অভাবে রবীন্দ্রভবন প্রাঙ্গণ থেকে সরিয়ে আনা হয় মেলা শিশু উদ্যানে।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৩
কেএইচ/আরআইএস