ঢাকা: মিশরের রাজধানী কায়রোয় খ্রিস্টান সম্পদ্রায়ের একটি পূণ্যাশ্রমের (গির্জা) বাইরে বন্দুকধারীর গুলিতে ৮ বছর বয়সী এক শিশুসহ অন্তত ৩ জন নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, রোববার রাতে কায়রোর প্রতিবেশী আল ওয়ারাক শহরের ওই কপটিক চার্চের একটি বিয়ের অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় বন্দুকধারীদের নির্বিচার গুলিতে এক নারী, এক পুরুষ ও এক শিশু নিহত হয়।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ হামলায় আহত হয়েছে আরও ৯ জন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, দুই জন বন্দুকধারী মোটরবাইকে চড়ে এ হামলা চালায়।
হামলার নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের কপটিক অর্থোডক্স চার্চের বিশপ অ্যাঞ্জেলস। তিনি এক বিবৃতিতে বলেছেন, মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের পূণ্যার্থীদের ওপর এ ধরনের হামলা দিনে দিনে বেড়েই চলেছে। এসব হামলায় জনগণ তার প্রিয় কোনো ব্যক্তিকে হারাচ্ছে।
এদিকে, গির্জায় হামলার ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতা বলেও উল্লেখ করছে মিশরের কিছু সংবাদ মাধ্যম।
বলা হচ্ছে, ব্রাদারহুড সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পতনের পর থেকেই এ ধরনের হামলা বেড়ে চলেছে।
অবশ্য, এ হামলার দায় স্বীকার করেনি কেউ।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৩
এইচএ/বিএসকে