ঢাকা: বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস সারা বিশ্ব থেকে সমাজে প্রতিষ্ঠিত ১০০ নারীকে বিবিসির সদর দফতরে হাজির করার উদ্যোগ নিয়েছে।
আগামীতে নারীদের ভবিষ্যত, বিভিন্ন দিক-নির্দেশনা নির্ধারণ করতে সমাজের বিভিন্ন ক্ষেত্রে কর্মরত নারীনেত্রীদের আগামী ২৫ অক্টোবর বিবিসিতে হাজির করা হবে।
এদিন ১০০ নারী বিবিসিতে নাচ, গানসহ সবকিছুর পাশাপাশি বিতর্ক ও আলোচনায় মেতে উঠবেন। ২৫ অক্টোবর এ শতনারীর বক্তব্য বিবিসি টিভি, রেডিও ও অনলাইনের মাধ্যমে শ্রোতা-দর্শকরা জানতে পারবেন।
বিবিসি জানিয়েছে, এদিন তারা শতনারীর কাছে জানতে চাইবেন, তারা নারীদের বিষয়ে কী ভাবছেন, নারীদের ভবিষ্যত বদলে দিতে তারা কী দিক-নির্দেশনা দেবেন!
বিবিসি নির্বাচিতদের নারীদের মধ্যে সাংবাদিক, লেখক, কবি, ব্যবসায়ী, ছাত্রী, আইনজীবী, সেবিকা, রাজনীতিবিদ, পত্রিকা সম্পাদক, মন্ত্রী, সঙ্গীত শিল্পী, শিক্ষক, চলচ্চিত্র পরিচালক, প্রকৌশলী, অভিনয় শিল্পী, অর্থনীতিবিদ, বিতার্কিক, এনজিও প্রতিষ্ঠাতা, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট, চিকিৎসক, ব্যারিস্টার, ইতিহাসবিদ, চিত্রশিল্পী, ব্যাংকার, গবেষক, কৌতুকশিল্পী, ইসলামিক গবেষক প্রমুখ রয়েছেন।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৩
এবি