ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাংলাদেশ একটি শক্তি

সুকুমার সরকার, আউটপুট এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৩
বাংলাদেশ একটি শক্তি

ঢাকা: ‘ভ্রমণ মানে শুধু বেড়ানো নয়। ভ্রমণের মাধ্যমে মানুষ নানা কিছু অর্জন করে।

এ জন্য মানুষ ভ্রমণে যায়। তোমরাও এ ভ্রমণের মাধ্যমে অনেক কিছু জানতে বুঝতে করতে পারবে। ’

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ রোববার বিকেল ৪টায় ঢাকার গুলশান-১ এর ২৪ নং রোডের ৩৫ নং বাড়িতে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে ১০০ তরুণ শিক্ষার্থীর উদ্দেশ্যে একথা বলেন।

পঙ্কজ শরণ বলেন, ভারত বৈচিত্রপূর্ণ দেশ। তোমরা এ সফর থেকে অনেক কিছু শিখতে পারবে। তোমরা হচ্ছো দেশের ভবিষ্যৎ । আগামীতে দেশ পরিচালনার দায়িত্বও পড়বে তোমাদেরই হাতে। Agortola-sm2

১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বাংলাদেশ একটি শক্তি। বাংলাদেশের অগ্রগতি অব্যাহতভাবে এগিয়ে চলেছে।

তিনি বলেন, ২৫ বছর আগে আমি যে বাংলাদেশ দেখেছিলাম তা এখন নেই। সর্বক্ষেত্রে বাংলাদেশ বিশাল অগ্রগতি লাভ করেছে।

পঙ্কজ শরণ তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এবারও রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে তোমাদের সাক্ষাৎ হবে। গত বছরও রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের ১০০ শিক্ষার্থীর সাক্ষাৎ হয়েছিল।

অনুষ্ঠান সঞ্চালন করেন হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি (তথ্য) অভিজিৎ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাই কমিশনের ফাস্ট সেক্রেটারি সুজিত ঘোষ (রাজনৈতিক ও তথ্য), সিদ্ধার্থ চট্টোপাধ্যায় (সেকেন্ড সেক্রেটারি, পলিটিক্যাল), বাংলাদেশের কৃতি সন্তান ক্রিকেটের বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান এবং বিশিষ্ট অভিনেত্রী জয়া আহসান।

সাকিব শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভারত সফর করে তোমরা অনেক কিছু শিখতে ও জানতে পারবে। ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। তোমাদের যাত্রা শুভ হোক।  

জয়া বলেন, এমন একটি অনুষ্ঠানে আসতে পেরে আমি আনন্দিত। শিক্ষার্থীদের জন্য এ ধরনের উদ্যোগ সময়োপযোগী।   বেড়ানোর পাশাপাশি তোমরা সেখানকার কৃষ্টি-সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে।

ভারত সরকারের যুব ও ক্রীড়া বিভাগ এবং ভারতীয় হাইকমিশন ১০০ শিক্ষার্থীর জন্য এই সফরের আয়োজন করেছে। সপ্তাহব্যাপী  এ সৌজন্য সফর শুরু হবে ২১ অক্টোবর। শেষ হবে ২৮ অক্টোবর।

২০১২ সালে চালু হয়েছে তরুণ-যুবকদের শিক্ষা সফর। তারই ধারাবাহিকতায় এবারও ১০০ তরুণ-যুব এ সৌহার্দ্য সফরে ভারত যাচ্ছেন।

এ সফরের লক্ষ্য হচ্ছে দু’দেশের মানুষের মধ্যে মত বিনিময় ও সৌহার্দ্যের সম্পর্ক আরো বৃদ্ধি করা।
 
সফরকারীরা ভারতের রাজধানী নয়াদিল্লি, আগ্রা, বেঙ্গালোর ও মহীশুর যাবেন। দলের অভিভাবক হিসেবে থাকছেন ঢাকায় ভারতীয় হাই কমিশনের রাজনৈতিক ও তথ্য প্রথম সচিব সুজিত ঘোষ।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৩,

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।