কলকাতা: নিউইয়র্ক, বোস্টন, ওয়াশিংটন শহরের মতো কলকাতা পুলিশের ‘ফিউশন’ সেন্টার চালু হচ্ছে।
ভারত সরকারের ‘সেফ সিটি প্রজেক্ট’ এর অঙ্গ হিসেবে কলকাতাসহ আরও ৬টি শহরে এই আধুনিক তথ্য বিশ্লেষণ কেন্দ্র গড়ে তোলা হবে।
অপরাধ ঘটার আগেই তা নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে এই তথ্য বিশ্লেষণ কেন্দ্র হচ্ছে। আর এ কারণে ভারত সরকারের গৃহমন্ত্রণালয় ৪৩২ কোটি ৯০ লাখ টাকার পরিকল্পনা গ্রহণ করেছে।
এর মধ্যে কলকাতার জন্য ব্যয় বরাদ্দ করা হয়েছে ৭২ কোটি টাকা। যার ৬০ ভাগ দেবে কেন্দ্র এবং বাকি ৪০ ভাগ বহন করবে রাজ্য সরকার।
২০১৩-১৪ আর্থিক বছরে এই পরিকল্পনার কাজ শুরু হবে বলে জানা গেছে।
এই পরিকল্পনায় শহর জুড়ে লাগানো হবে প্রচুর গোপন ক্যামেরাসহ আরও কিছু আধুনিক প্রযুক্তি। সব তথ্য বিশ্লেষণ করে সরাসরি নির্দেশ পাঠাবে ‘নির্দেশ নিয়ন্ত্রণ কেন্দ্র’।
এই আধুনিক ব্যবস্থা শুরু হয়ে গেলে ‘নির্দেশ নিয়ন্ত্রণ কেন্দ্র’র কর্মকর্তারা কলকাতার ফুটপাতে পড়ে থাকা কোন সন্দেহজনক ছোট বস্তুকেও সরাসরি নজরে আনতে পারবেন।
নাগরিকদের সুরক্ষার বিষয়ে এই নতুন পদক্ষেপ কলকাতাকে আরও সুরক্ষিত করবে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৩
বিএস/এমআইপি/এসএস/এমজেডআর