আগরতলা (ত্রিপুরা): সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তিনদিন ব্যাপী সপ্তদশ রাজ্য সম্মেলন শুরু হবে ২৫ অক্টোবর। সম্মেলন হবে আগরতলার টাউন হলে।
এ উপলক্ষে সমাবেশ হবে রাজধানীর শিশু উদ্যান চত্বরে। সেখানে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও সংগঠনের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক সুধা সুন্দররমণ।
সোমবার সংগঠনের রাজ্য কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সম্মেলনে রাজ্যের নারী নেত্রী রমা দাস এবং কৃষ্ণা রক্ষিত আসন্ন সম্মেলন সম্পর্কে অভিহিত করেন।
নভেম্বরের শেষ সপ্তাহে হচ্ছে সর্বভারতীয় এ সম্মেলন। এবার সর্বভারতীয় সম্মেলন হচ্ছে বুদ্ধ গয়াতে। রাজ্য সম্মেলনে ৫৮৫ জন প্রতিনিধি অংশ নেবেন।
নারীদের আর্থ-সামাজিক বিষয় নিয়ে আলোচনা হবে রাজ্য সম্মেলনে। রাজ্য সরকার নারীদের উন্নয়নে যে পদক্ষেপ নিচ্ছে তা নিয়েও আলোচনা হবে বলে জানান নারী নেত্রীরা।
এবারের সপ্তদশ নারী সম্মেলন থেকে চারটি দাবি তোলা হবে বলে জানিয়েছেন কৃষ্ণা রক্ষিত। তিনি জানান, রাজ্যে তাদের সংগঠনের শক্তি দিন দিন বাড়ছে।
ত্রিপুরাতে প্রতি দিন বাড়ছে নারী নির্যাতনের ঘটনা। রাজ্যে নারী নির্যাতন রোধে এই সম্মেলন দিশা দেখাবে বলে অনেকেই আশা করছেন। বাস্তবেই কি ঘটবে, তা বলবে সময়।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৩
এএ/এসআরএস